আমাদের কথা খুঁজে নিন

   

জুতার শুকতলায় স্বর্ণেরবার, আটক ১

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর জুতার শুকতলার ভেতর থেকে ৮০ লাখ টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা।

উদ্ধারকৃত স্বর্ণের মধ্যে ১ কেজি ৮৬৬ গ্রাম ওজনের ১৬টি বার রয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ বিমানের ০৪৬ ফ্লাইটে করে আসা যাত্রী আজিজুল মুনির মাহফুজের জুতার শুকতলার ভেতর এই স্বর্ণেরবারগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, দুবাই থেকে আসা বিমানটি চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। দুবাই প্রবাসী চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বাসিন্দা মাহফুজ ঢাকায় আসছিলেন।

চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার মশিউর রহমান মণ্ডল বলেন, দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইটি চট্টগ্রাম হয়ে ঢাকা যাওয়ার কথা ছিল। শাহ আমানতে অবতরণের পর নিয়মিত তল্লাশির অংশ হিসেবে অনুসন্ধান চালিয়ে মাহফুজের জুতার শুকতলার ভেতর থেকে ১৬টি স্বর্ণবার পাওয়া যায়। ১ কেজি ৮৬৬ গ্রাম ওজনের এসব স্বর্ণবারের বর্তমান বাজার মূল্য ৮০ লাখ টাকা।

এ ঘটনায় বিমানের যাত্রী মাহফুজকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী পরিচালক নাহিদ নওশাদ মুকুল।

তিনি বলেন, আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সোর্স: http://www.bd-pratidin.com     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।