আমাদের কথা খুঁজে নিন

   

পৃথিবীতে বাংলাদেশীরায় সবচেয়ে স্বাধীন নাগরিক এবং বাংলাদেশই সর্বাধিক স্বাধীন ভূমি ( অনুশোচনা মূলক ইমোট )

পারবে আমায় বলতে কোথায় ঐ দূর আকাশের শেষ কিংবা আমায় এনে দিতে নতুন সোনার বাংলাদেশ পৃথিবীতে জাতিসংঘের অধিভূক্ত ১৯৩ টি রাষ্ট্র এবং ৬শত ৯৬ বিলিয়ন জনসংখ্যার মধ্যে প্রায় প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে থাকলেও স্বাধীন ভাবে জীবন যাপনের ক্ষেত্রে ক্ষুদ্র এই দেশটিই মনে হয় প্রথমস্হানে আছে এবং এই দেশের অতি আবেগী জনগন ই সর্বোচ্চ স্বাধীন ( লুল) । যে কারনটা আমাদের বাঙালি করে রেখেছে মানুষ করতে পারেনি , যে কারণে পদে পদে আমরা পিছিয়ে । মিলিয়ে দেখুন তো আর কোন দেশের মানুষ নিম্নোক্ত সুবিধা গুলো ভোগ করতে পারে কিনা !! ১। এই দেশের মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলতে পারে । ২।

যেখানে প্রয়োজন সেখানে গাড়ি পার্ক করতে পারে ( গাড়ী পার্কিং নিষেধ এমন স্হানেও ) ৩। যখন খুশি রাস্তা পার হতে পারে । ৪। কাপড় শুকাতেও জাতীয় সম্পদ গ্যাস আর যেখানে খুশি বিয়ের সাজে লাইটিং করতে পারে । ৫।

সরকার ইচ্ছেমত বিরোধী দলের উপর নির্যাতন ও দেশক ধর্ষন করতে পারে । ৬। বিরোধী দল হরতাল দিয়ে ,আন্দোলন করে আদায়কৃত অধিকারে জনগনের সম্পদের বারটা বাজাতে পারে । ৭। নির্বাচন এলেই সত্যমিথ্যা প্রতিশ্রুতি আর টাকার স্রোত বানাতে পারে ।

৮। সুশীল সমাজ ইসু পেলেই সমালোচনা করতে পারে । দুই দিন পর নতুন ইসু পেলেই পুরাতন বিষয় ধামাচাপা দিতে পারে । ৯। পরিবহন শ্রমিক তেলের সর্বনিম্ন দাম বৃদ্ধিতে সর্বোচ্চ গাড়িভাড়া বাড়িয়ে দিতে পারে ।

১০। বাড়িওয়ালা নতুন গাড়ি কেনার ইচ্ছে হলেই বাড়িবাড়া বাড়াতে পারে । ১১। ব্যবসায়ীরা চাইলেই মজুদদারি করতে পারে ( বাজারদর হাতের মুঠোয়) ১২। নিরাপত্তা বাহিনী কাজ না থাকলে নিরীহ মানুষ মেরে হিরো হতে পারে ।

১৩। দেশের অবস্হা যতই খারাপ হইক না কেন মন্ত্রীরা সন্তোষজনক বলে দাবি করত পারেন । ১৪। একটু ক্ষমতা থালেই নিরীহের উপর নির্যাতন চালানো অলিখিত ভাবে বৈধ করে নিতে পারে । ১৫।

নিষিদ্ধ হয়ে যাওয়া পন্য বিনা বাধায় প্রয়োজন মত ব্যবহার করে পারে ( যেমন : পলিথিন ) ১৬। যে কেউ বন্ধুত্বের স্বার্থে অন্য দেশের দালালি করে দেশকে পঙ্গু করতে পারে । কেউ বাধা দেয় না । বাধা দিলেও লাভ হয় না । আসলেই আমরা স্বাধীন আর আমাদের এই স্বাধীনতা কলঙ্কিত করছে আমাদের রক্তাক্ত স্বদেশকে।

আর আমরা নিজেদের দেশ প্রমিক আর সভ্য নাগরিক বলে দাবী করি যারা স্বাধীন মানুষের পবিত্রতম দায়িত্ব ও কর্তব্যবোধের বিষয়টিকে তার অপরিচ্ছন্ন হাত দিয়ে ধরে নোংরা করেছি, এ বোধ কি আমাদের ইহজন্মেও হবে না ?? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।