আমাদের কথা খুঁজে নিন

   

আমার সহযাত্রী...

blog_id: 85969 ঐ দূর দিগন্ত পারে... যেথা আকাশ-মাটিতে কানা-কানি... তেমনি করেই তোমার-আমার জানা-জানি... ঐ দূর দিগন্ত পারে... অনেকটা পথতো পারি দিলাম... যেদিন প্রথম হাতটা নিলাম... দু'জনে... এক-সাথে... আরো-তো দিবো... সুখের বা কষ্টের মেলাতে... খুব কি দৃঢ় এই বন্ধন???... খুব???... অনেক অনেক অনেক???... তোমার-আমার ধর্ম-বিশ্বাস... আর... লৌকিকতার বেড়া ডিঙ্গিয়েও... ভালোবাসার এলো-মেলো নিশ্বাস!!!... হালকা???... কেমন???... পলকা???... বাতাসে নড়ে... উড়ে???... যেমন উড়ি আমরা দু'জনে... দু'জনার ভালোবাসার তোড়ে???... ভালোবাসার... এই ঘর-বেসাতি... থাকবে কি চির-সাথী???... ১৭ টি বছর দিলাম পাড়ি... বলবে কি... দিলাম আড়ি... ছেড়ে দেবে... ওপার পাড়ি???... চলে কি পারবে যেতে... রোদ মাখা... আর... বৃষ্টি মেখে... পারি দেয়া সেই দিন-গুলিকে... হেলায় ভরে... সাদা নিপাট শুভ্র পেড়ে... আমায় তুমি একা রেখে???... কথা তবে সেটাই রলো... মোর বাসাই সেরা হলো!!!... আমিই যাবো... একা ফেলে... শপথ কথায় যে-রূপ বলে... "যদি বাসি আমি বেশি... আমায়ই দেখবে তুমি... ভাসছি শশী"... যদি তুমি বেশিই বাসো???... আমায় কি তবে কৃপণ ভাবো???... সব খেলাতে হেরেছি আমি... সব কিছুতো রেখেছি তুলে... শেষ বেলাতে... ভাঙবো বলে!!!... যদি মোরা দু'জনই যাই???... এই পথের ন্যায় পা-বাড়াই... যেমন গেলো ১৭ টি... আরো যাবে অগুন্তি... লক্ষ তারার মেলার পড়ে... রইবো মোরা আকাশ ভরে... ভালোবাসার দিনরাত্রি... আমরা দুজন সহযাত্রী!!!... (( আমার.. জন্ম-দিনে... নাস্তিক... -এর লেখা... ))  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।