আমাদের কথা খুঁজে নিন

   

সহযাত্রী



এক ভয়ংকর মায়াময় অন্ধকারের যাত্রায় সে ছিল সহযাত্রী, জোনাকীর নিভু আলোতে পথ দেখিয়েছে দিগন্তের। বুকের পাজরে জ্বালাময় আঘাতে আঘাতে নির্ঘূম রাতের পর রাত কেটে যায় শতাব্দীর কালস্রোত, তবুও সে আগলে রেখেছে রক্তস্নাত ধমনীর বেড়াজালে অব্যক্ত যন্ত্রনায় বু্কের গহীনে, নীলাভ স্বপ্নগুলো মরুপথে একাকী ক্লান্তিবিহীন পথ চলে শক্তপেশীর ঝাঁকুনিতে। ভয়কাপানিয়া উত্তাল সমুদ্র যাত্রায় মনভাঙ্গা ঢেউয়ে হাকিয়াছে গগন বিদারী-যাত্রীরা হুশিয়ার। চৈত্রের হাহাকারে উত্তপ্ত হৃদয়ে তৃষিত চাতকের বৃষ্টির যাচ্ঞায় বুকফাটা ক্রন্দনে, অযাচিত বৈশাখীর দূর্বার ঝড়ো হাওয়ার বৃষ্টিতে ভেসে যায় পুড়ে যাওয়া অশান্ত হৃদয়। বিষাক্ত কালের স্রোতে অব্যক্ত যন্ত্রনায়, অস্হিরতায় দ্রোহের আগুনে ঝলসানো জাতিসত্তা, চোখের কোনে ঝিলিক দিয়ে আশার আলো মিলিয়ে যাবার আগেই আগমন হল, সেই প্রতীক্ষীত প্রতিবাদের, সুর্যের প্রক্ষর আলোর, এবং সেই সহযাত্রীর....।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।