আমাদের কথা খুঁজে নিন

   

শান্তি: একটি বিমুর্ত ধারণা শান্তি

সত্য প্রকাশে সংকোচহীন

শান্তি: একটি বিমুর্ত ধারণা শান্তি একটি বিমূর্ত একটি বিষয়। সঠিকভাবে সঠিক অর্থে যাকে সজ্ঞায়িত করা বেশ শক্ত। শাšি কারো কাছে সহজলভ্য হয়। আবার কারো নিকট তা অধরাই রয়ে যায়। এর মতো দূর্লভ বস্তুর পিছু পিছু কেউ সারা জীবন ব্যয় করে অন্যদিকে কেউ চায় তা থেকে নিরাপদ দুরত্ব বজায় রাখতে।

কারণ ্্্্্্্্্্্্্্্্্্্্্ ঐ তথাকথিত শান্তি জীবনকে বিষিয়ে তুলতে পারে। এর সংজ্ঞা তাই স্থান ভেদে ভিন্ন ভিন্ন। আমি যদি একটি নির্মল জীবনের আনন্দ উপোভোগ করতে চাই তবে হয়তো কথিত শান্তি আমার নিকট ধরা দেবে না। আর একে স্পর্শ করতে চাইলে জীবনের সরলতা চিরতরে দুরীভুত হওয়ার সম্ভাবনা থেকে যায়। একটি মধ্যবিত্ত জীবনের কথাই ধরা যাক যাকে সকলে আমরা অশান্তির জীবন বলে জ্ঞান করি কোন ব্যক্তির কাছে তা পরম পাওয়া হতে পারে।

পক্ষান্তরে উচ্চবিত্ত জীবনের বিলাসিতা । যার মোহে আমরা বিমোহিত হয়ে পড়ি কখনো কখনো তা মানুষের জীবনে অশান্তির উৎকৃষ্ট উদাহরন হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.