আমাদের কথা খুঁজে নিন

   

শান্তি চাই, শান্তি। আসুন পূর্বের মত এ ব্লগটিকে প্রাণচঞ্চল করে তুলি। আমরা কাউকে হারাতে চাই না, সবাই আমরা ভাই ভাই।

ভালবাসি প্রাণ প্রিয় মা ও জন্মভূমিকে

গত কয়েকদিন যাবৎ ব্লকে একটি বিশৃঙ্খল অবস্থা লক্ষ্য করছি। যে পোষ্টটি কর্তৃপক্ষ মুছেছেন সেটি আমি পড়তে পারিনি। তাই ঐ পোষ্ট সম্পর্কে কোন মন্তব্য করতে পারছি না। সাধারণত বিতর্কের বা বিভ্রান্তির হয়ে যাওয়ার ভয়ে আমিসহ অনেকেই এ ধরণের লেখা পড়ে না। কারণ ধর্মীয় অনুশাসনগুলো পুরোপুরি মেনে চলি একথা আমি নিশ্চিতভাবে বলতে পারব না, সুতরাং বিতর্কে না গিয়ে এড়িয়ে চলার চেষ্টা মাত্র।

তাছাড়া আমি মনে করি ধর্মীয় ব্যাপারগুলো খুবই স্পর্শকাতর এবং আমরা একেকজন একেক ধর্মের অনুসারী। তবে আমরা যে ধর্মের অনুসারী হইনা কেন? ধর্ম আমাদের জন্য, আমাদের কল্যাণের জন্য। অর্থাৎ ধর্ম মানুষের জন্য। ধর্মের জন্য মানুষ না, একথাটি সত্য সত্য সত্য। এ ধর্মকে অবলম্বন করে কেউ যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে এর দায়-দায়িত্ব তাকে/তাদের নিতে হবে।

আর আমরা অনেকে এ ধর্ম ও ধর্মের অনুসারী গোষ্টি কয়েক লোককে এক করে ফেলি। যা কখনো ঠিক নয়। আমাকে বুঝতে হবে এ নিয়ে বিতর্ক করতে হলে আমাকে অবশ্যই এ সম্পর্কে প্রচুর জ্ঞানের অধিকারী হতে হবে। নতুবা কাউকে/ কোন বিশেষ ধর্মালম্বী কোন গোষ্টিকে খাটো করার উদ্দেশ্যে কোন লেখা / কথা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। যদি ঐ ব্লগারের পোষ্টটি বিতর্কিত হয়, কর্তৃপক্ষ পোষ্টটি মুছে অবশ্যই যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন।

যাতে অন্যরা এ ধরণের কাজে উৎসাহিত না হয়। কিন্তু এ কয়েক দিন যাবৎ লক্ষ্য করলাম কিছু সংখ্যক ব্লগার কর্তৃপক্ষের এ সিদ্ধান্তটি মেনে নিতে পারছে না, কেউ কেউ ব্লগ ত্যাগ করার সিদ্ধান্ত সবাইকে জানাচ্ছে। এটা খুবই উদ্বেগ ও চিন্তার বিষয়, আবার কেউ কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত সাধুবাদ জানাচ্ছে। আমার একটি প্রশ্ন এ ব্লগের সবার কাছে, আমরা কেন এ ধরণের বিতর্কের সৃষ্টি করব। আমাদেরকে কর্তৃপক্ষের নির্দেশিত রুলস এবং রেগুলেশনগুলি অবশ্যই মেনে চলা উচিত।

সাধারণ সেন্স থেকে কোন বিষয়টা উচিত আর কোন বিষয়টা উচিত না ভেবে কাজ করা কিংবা লিখা। আমি আমার বিবেকের তাড়নাই লেখাটি লিখতে বাধ্য হয়েছি। জানিনা আমার এ লেখা নিয়ে আবার কি ধরণের বিতর্কের সৃষ্টি হয়। তবে আমার উদ্দেশ্য বিতর্ক সৃষ্টি নয়, বিতর্ক দূর করা। তাছাড়া জেবতিক আরিফ ভাই লেখাটাটিও আমাকে এ পোষ্ট দিতে উৎসাহিত করেছে।

আরিফ ভাই একজন সনামধন্য সাংবাদিক, উনি উনার লিখনি দিয়ে আমাদের ঝগড়া বিবাদ মিমংসা করার চেষ্টা করেছেন। আমি আশা করব এবার যদি আমাদের বোধদয় হয়। ভাইয়ে ভাইয়ে ঝড়গা লাগিয়ে দিয়ে দূর থেকে দৃশ্য দেখা আর নয়। আর একটা কথা ধর্ম নিয়ে মাতামাতি করা ধর্মতেই নিষিদ্ধ করা আছে। যদি এ নিয়ে বিতর্ক করতে হয়, তাহলে বিশিষ্ট আলেম (অবশ্যই সর্বজন স্বীকৃত হতে হবে) বা ধর্ম বিষয়ে প্রচুর জ্ঞানের অধিকারীদের সাথে করতে হবে।

আমি শান্তি চাই, শান্তি। আসুন পূর্বের মত এ ব্লগটিকে প্রাণচঞ্চল করে তুলি। আমরা কাউকে হারাতে চাই না, সবাই আমরা ভাই ভাই।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.