আমাদের কথা খুঁজে নিন

   

এমভি হোপের দুই নাবিকের লাশ আসছে বুধবার

তারা হলেন- জাহাজের চিফ অফিসার মোহাম্মদ মাহবুব মোর্শেদ ও চিফ ইঞ্জিনিয়ার কাজী সাইফুদ্দিন।
বুধবার রাতে থাইল্যান্ড থেকে তাদের লাশ দেশে এসে পৌঁছাবে বলে জানিয়েছেন জাহাজ মালিক প্রতিষ্ঠানের পিঅ্যান্ডআই ক্লাবের প্রতিনিধি ইন্টারপোর্ট মেরিটাইম লিমিটেডের কর্মকর্তা মহিউদ্দিন আবদুল কাদের।
মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, বুধবার রাতে বিমানযোগে মাহবুব মোর্শেদের লাশ ঢাকা পৌঁছার পর তার বাড়ি মানিকগঞ্জে নিয়ে যাওয়া হবে।
আরেকটি বিমানে রাতেই সাইফুদ্দিনের লাশ চট্টগ্রামে পৌঁছার পর নগরীর হালিশহরে তার বাসায় নেয়া হবে বলে জানান মহিউদ্দিন।
আন্দামান সাগর থেকে জীবিত উদ্ধার মোবারক হোসেন এখনো থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।


গত ২৪ জুন আন্দামান সাগরের থাইল্যান্ড উপকূলে দুর্ঘটনায় পড়ে এমভি হোপ। এতে ১৭ জন নাবিক ছিলেন।
দুর্ঘটনার পর বাক্সমুন নামে একটি জাহাজ পাঁচ নাবিককে এবং থাই রয়েল নেভি একজনকে জীবিত উদ্ধার করে। পরে আরো তিন নাবিককে জীবিত এবং দুজনকে মৃত উদ্ধার করা হয়।
এখনো জাহাজটির ছয় নাবিক নিখোঁজ আছেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.