আমাদের কথা খুঁজে নিন

   

বাড়ছে গাড়ির ভাড়াও

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার গাড়ি ভাড়াও বাড়ানো হচ্ছে। একইসঙ্গে বাড়ছে রেলের ভাড়াও। ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে পাঁচ টাকা করে বাড়ানোর পর সোমবার যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বাস, অটো রিকশা ও রেলের ভাড়া বাড়ানোর কথা জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভাড়া বাড়ানোর বিষয়ে বিআরটিএ একটি প্রস্তাব পাঠিয়েছে। আজ-কালের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

" বাংলাদেশ অভ্যন্তরীণ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) এক কর্মকর্তা বলেন, তারা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ৫ পয়সা এবং অটো রিকশার ভাড়া প্রতি কিলোমিটারে ১৪ পয়সা বাড়ানোর সুপারিশ করেছেন। তবে নতুন করে সিদ্ধান্ত হওয়ার আগে পুরনো হার অনুযায়ীই গণপরিবহনে ভাড়া কার্যকর থাকবে বলে জানান যোগাযোগমন্ত্রী। তিনি বলেন, "কেউ বেশি ভাড়া নিয়ে ব্যবস্থা নেওয়া হবে। " অন্য সময় জ্বালানি তেলের দাম বাড়লেও রেলের ভাড়া বাড়ানো না হলেও এবার তা-ও বাড়ছে বলে জানান মন্ত্রী। "ভাড়া না বাড়িয়ে উপায় নেই," বলেন তিনি।

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। নতুন হার অনুযায়ী প্রতি লিটারের দাম- ডিজেল ৫১ টাকা, কেরোসিন ৫১, পেট্রোল ৮১, অকটেন ৮৪ ও ফার্নেস অয়েল ৫০ টাকা। সূত্র : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.