আমাদের কথা খুঁজে নিন

   

রিয়াল মাদ্রিদ কি কখনো ভালো হবে না? নাকি সব সময় ঝগড়া নিয়েই থাকবে? লা লিগায় লেভান্তের কাছে ১-০ তে পরাজয়।

স্বাধীন দেশে স্বাধীন ভাবে চলতে চাই....... রিয়াল কি তার পুরোনো সভাব বদলাবে না? নাকি হারতে গেলে ঝগড়া করবেই? অনেক রিয়াল সমর্থক মনে করেন শুধু বার্সার সাথেই নাকি তাদের ঝগড়া হয, আর কারো সাথে হয় না। এখন তো পুরোপুরি পরিস্কার যে তারা সবার সাথে মারামারি করতে পারে। গতকাল রাতে স্প্যানিশ লিগে তারা লেভান্তের সাথে ১-০ তে হারে। খেলার প্রথমআর্ধের প্রায় শেষ প্রান্তো এসে রিয়ালের ছেলেরা স্বভাব অনুযায়ী ফাউল করে ঝগড়ায় লেগে যায়। আর তার ফলাফলও সাথে সাথে পেয়ে যায়।

রেফারি রিয়ালের জার্মানি মিডফিল্ডার সামি খেদিরাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বাহির করে দেয়। আর দুই পক্ষের অনেকই হলুদ কার্ড খায়। বাদ জায়নি আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়াও। ঝগড়ার শুরুটা কিন্তু ডি মারিয়াই করেন। এদিকে ১০ জনের রিয়ালের সাথে ভালোই খেলছিল স্বাগতিক লেভান্তে।

তারা বিরতির পর ৬৮ মিনিটের মাথায় রিয়ালের ডি-বক্সে আক্রমন চালায়। আর তাতেই দুর্ধান্ত এক শর্টে লেভান্তাকে স্বরনীয় জয় এনে দেন আরোউনা কোনে ১-০। খেলায় আর কোন গোল না হলেও ভালোই আক্রমন হয় দু'দলের মধ্য। আর অন্যদিকে এই পরাজয়ের চাপ সামি খেদিরাকে দিতে ভুল করেন নি রিয়াল কোচ হোসে মরিনহো। তিনি বলেন তার কারনেই নাকি রিয়াল হেরেছে।

তিনি লেভান্তেকে ধন্যবাদ জানিয়েছেন। আরো বলেন তারা জানে কীভাবে কাউকে উত্তেজিত করে তুলতে হয়। আর এটা এই খেলারই অংশ। ভালোই বলেছেন মরিনহো, কারন তিনিইতো এসবের কারিগর। লিংকে ক্লিক করে দেখুন কিভাবে খেলার পাশাপাশি মারামারিটাও হয়েছে।

View this link ধন্যবাদ সবাইকে..................... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।