আমাদের কথা খুঁজে নিন

   

রিয়াল মাদ্রিদের স্বস্তির জয়

জোড়া গোল করা রোনালদোর ভূমিকা ছিল ইসকো ও পেপের গোল দুটিতেও। চোটের কারণে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় গ্যারেথ বেলের অনুপস্থিতি বুঝতেই দেননি তিনি।
রোববার ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে সহজ জয় পেলেও চতুর্থ মিনিটেই আনহেল লাফিতার গোলে পিছিয়ে পড়ে সমর্থকদের ভয় পাইয়ে দিয়েছিল রিয়াল। লাফিতার জোরালো শট ডিফেন্ডার পেপের গায়ে লেগে দিক পাল্টানোয় কিছুই করার ছিল না রিয়াল গোলরক্ষক দিয়েগো লোপেজের।
এর আগে তৃতীয় মিনিটেই রিয়ালকে এগিয়ে নেয়ার সুযোগ পেয়েছিলেন রোনালদো।

আনহেল ডি মারিয়ার নিচু ক্রস থেকে বল এক ডিফেন্ডারের গায়ে লেগে তার কাছে এলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন পর্তুগিজ উইঙ্গার।
তবে ১৯ মিনিটে গোল করে রিয়ালকে সমতায় ফেরান পর্তুগিজ ডিফেন্ডার পেপে। রোনালদোর জোরালো শট ডিফেন্ডার ময়ার গায়ে লেগে রিয়াল অধিনায়কের পায়ে এলে জাল খুঁজে নিতে সমস্যা হয়নি তার।
৩৩ মিনিটে আর ব্যর্থ হননি দলের সবচেয়ে বড় তারকা রোনালদো। পেনাল্টি থেকে গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন ‘সিআর-৭’।


৪৩ মিনিটে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ এসেছিল স্বাগতিকদের সামনে। কারভাজালের ক্রসে বক্সের ভেতর পা ছোঁয়াতে ব্যর্থ হন করিম বেনজামা। ম্যাচে এ রকম বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন ফরাসি এই স্ট্রাইকার।
৫৯ মিনিটে ব্যবধান ৩-১ করেন রিয়ালের এ মৌসুমের ‘আবিষ্কার’ ইসকো। বক্সের কাছাকাছি জায়গা থেকে দ্রুত ফ্রি-কিক নিয়ে সুবিধাজনক জায়গায় তাকে বল দেন রোনালদো।

কোনো ডিফেন্ডার বাধা দেয়ার আগেই বল জালে জড়িয়ে দেন এই স্প্যানিশ তরুণ। চলতি মৌসুমেরই রিয়ালে যোগ দেয়া ইসকোর এটি দলের পক্ষে পঞ্চম গোল।
ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন বেনজামা। ৭৭ মিনিটে আরবেলোয়ার ক্রসে ফরাসি স্ট্রাইকারের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ দশ মিনিটে বেনজামা ও মোরাতা আরো দুটি সুযোগ নষ্ট করেন।


৮৫ মিনিটে মিশেলের দ্বিতীয় হলুদ কার্ড দশ জনের দলে পরিণত করে গেতাফেকে। এরপর রিয়ালের আক্রমণের ধার আরো বেড়ে যায়। রোনালদোর একটি ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলেও ম্যাচের শেষ বাঁশি বাজার আগে শেষ গোলটি রিয়ালের সবচেয়ে বড় এই তারকারই।
পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগের তৃতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। পাঁচ ম্যাচেই জয় পাওয়ায় বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের ১৫ পয়েন্ট।

তবে গোল গড়ে এগিয়ে আছে গতবারের চ্যাম্পিয়ন বার্সা।
রোববার রাতে লা লিগার অপর ম্যাচে ভ্যালেন্সিয়া ৩-১ গোলে হারিয়েছে সেভিয়াকে। এর আগে বেতিস ও গ্রানাদা এবং সেলটা দি ভিগো ও ভিয়ারিয়ালের ম্যাচ দু'টি গোলশূন্য ড্র হয়েছে।
লা লিগার পয়েন্ট তালিকা:
দল
ম্যাচ
গোল পার্থক্য
পয়েন্ট
বার্সেলোনা

১৪
১৫
আতলেতিকো মাদ্রিদ

১২
১৫
রিয়াল মাদ্রিদ


১৩
ভিয়ারিয়াল


১১
আথলেতিক বিলবাও



 
 

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।