আমাদের কথা খুঁজে নিন

   

সংশোধিত ফলও পুনর্বিবেচনার দাবি উপজাতি প্রার্থীদের

দ্বিতীয় দফার ফল ‘সাংঘর্ষিক’ দাবি করে তা পুনর্বিবেচনার দাবি করে পিএসসিকে স্মারকলিপি দিয়েছেন তারা।
মঙ্গলবার পিএসসির চেয়ারম্যান এটি আহমেদুল হক চৌধুরীর কাছে স্মারকলিপি দেয়া হয়েছে বলে জানিয়েছেন বাদপড়া প্রার্থী আল বেরিকুশা খালকো ও সমুজ্জল দেওয়ান।
বেরিকুশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৩৪তম বিসিএসের প্রিলিমিনারির আগের ফলে উত্তীর্ণ অনেকেই দ্বিতীয় দফার ফলাফলে বাদ পড়েছেন।
“আমরা বাদপড়া প্রার্থীরা ফল পুনঃবিবেচনার দাবিতে পিএসসি চেয়ারম্যানকে স্মারকলিপি দিয়েছি। এর অনুলিপি জনপ্রশাসন ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়কেও দেয়া হয়েছে।”
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত ‘সংশোধিত ফলে নেই আগের উত্তীর্ণ ২৮২ উপজাতি প্রার্থী’ শীর্ষক এক প্রতিবেদনে আগের ফলে উত্তীর্ণ ২৮২ উপজাতি কোটার প্রার্থীর প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত ফলে বাদ পড়ার বিষয়টি উঠে আসে।
পিএসসির পক্ষ থেকে দ্বিতীয় দফার ফলাফলে আগের উত্তীর্ণদের রাখার কথা বলা হলেও বিডিনিউজের যাচাইয়ে দেখা যায় আগের ফলে উত্তীর্ণ ওই প্রার্থীরা বাদ পড়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.