আমাদের কথা খুঁজে নিন

   

প্যারিসে রাস্তায় নামাজ নিষিদ্ধ

বাংলার জনগন ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় মুসলমানদের জন্য নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে। গতকাল শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এর আগে প্যারিসে মেয়েদের বোরকা পরা নিষিদ্ধ হয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদ গুয়েন্ত বলেন, ‘১৬ সেপ্টেম্বর থেকে আর প্যারিসের রাস্তায় নামাজ পড়া যাবে না। ’ তিনি বলেন, যদি কেউ এ নিয়ে শৃঙ্খলা ভঙ্গের চেষ্টা করেন তবে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স মুসলমানদের জন্য রাস্তায় নামাজ পড়া নিষিদ্ধ করল। ক্লদ গুয়েন্ত এর আগে একটি বার্তা সংস্থাকে বলেছিলেন, ‘রাস্তায় নামাজ পড়া অগ্রহণযোগ্য। এটা সরাসরি রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষতার মূলে আঘাত করে। ’ পশ্চিম ইউরোপের দেশ ফ্রান্সে ৫০ লাখের বেশি মুসলমান বাস করে।

প্যারিসের মিশ্র সংস্কৃতির এলাকা ‘গোথে ডি অর’ এর দুটি রাস্তায় শুক্রবারের নামাজ পড়া হয়। মুসলমানদের বলা হয়েছে তারা যেন আর বাইরে নামাজ না পড়ে। এ ব্যাপারে তাদের সঙ্গে কথাও হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। গোথে ডি অর মসজিদের ইমাম মো. সালেহ হামজা বলেছেন, তাঁরা মসজিদের ভিতরেই নামাজ পড়ার ব্যাপারে চেষ্টা করছেন। তবে রাস্তায় নামাজ না পড়তে দেওয়া নিয়ে ‘বিশৃঙ্খলা’ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

রাস্তায় নামাজ পড়া বন্ধের পাশাপাশি প্যারিসের ফায়ার ব্রিগেড কার্যালয়ের উন্মুক্ত জায়গায় নামাজ আদায়ের বিকল্প ব্যবস্থা করেছে সরকার। পুলিশ জানায়, ‘আমরা আশা করব এরপর থেকে আর কেউ রাস্তায় নামাজ পড়তে চাইবে না। ’ সূত্র: রয়টার্স ও বিবিসি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.