আমাদের কথা খুঁজে নিন

   

প্যারিসে আবাস গড়ছেন তসলিমা নাসরিন

অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।

বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন প্যারিসের সিটি হলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। প্যারিসের পূর্বঞ্চলীয় শহর কর্তৃপক্ষ তাকে একটি বড় ¯টুডিওসহ থাকার জন্য বাড়ি দিচ্ছে। বাড়িভাড়াও দেবে তারা।

উলেখ্য মৌলবাদীদের প্রাণনাশের হুমকির মুখে দেশত্যাগে তিনি বাধ্য হন । ২০০৮ সালের জুলাই মাসে তসলিমা নাসরিনকে প্যারিসের স¤মানজনক নাগরিকত¦ দেয়া হয়। ৬ সপ্তাহ আগে তিনি বাড়ির জন্য আবেদন করেন। নাগরিকত¦ দেয়ার সময় সিটি হলের মেয়ার বারট্রান্ড দেলানো বলেছিলেন, এ শহরে আপনি নিজের বাড়িতেই আছেন। যে শহর মনে করে মানুষ জšে¥র পর থেকে ¯¦াধীন ও বৈষম্যহীন এবং কেউই তাদের বিশ্বাসের নিন্দা করতে পারে না।

২০০৪ সালে ভারতে থাকার পূর্বে তিনি যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে থাকেন। তবে ২০০৮ সালে সুইডেন থেকে তাকে বিতাড়িত করার জন্য নতুন করে আবার হুমকি প্রদান করা হয়। ২০০৪ সালে ভারতে আসেন এবং সেখানে আবারো মৌলবাদীরা তাকে হুমকি দিলে তিনি সুইডেনে ফিরে যান।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.