আমাদের কথা খুঁজে নিন

   

প্যারিসে বাংলাদেশি শিল্পীর প্রদর্শনী

প্রদর্শনীতে সমসাময়িক শিল্পী, ভক্ত এবং আর্ট ডিলারদের সামনে বাংলাদেশি এই চিত্র-শিল্পীরকে সহযোগিতা করছেন আর্জেন্টিনা আর্ট ইয়ারবুক সম্পাদক মারিয়া এলেনা বেনিতো। প্রদর্শনীতে থাকবে মিশ্র মাধ্যমে আঁকা শিল্পীর সাম্প্রতিক ছবিগুলো।
নিজের আঁকা ছবিগুলোতে বাঙালি হৃদয়ের অনুভূতি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন শিল্পী।   তবে সাম্প্রতিক সময়ে সমাজের নানান নেতিবাচক পরিবর্তন চোখ এড়িয়ে যায়নি তার।
দুর্নীতিগ্রস্ত রাজনীতি আর ধর্মান্ধতা— দৃষ্ঠিভঙ্গি দূষিত করে চলেছে বলে মনে করেন এই শিল্পী।

একইভাবে দায়ী আধুনিক জীবনের কৃত্রিমতা। বস্তুবাদি লোভ থেকে সৃষ্ট আধুনিক সভ্যতার অন্তঃশূন্যতা, আর ধর্মীয় গোঁড়ামি থেকে সূত্রপাত হওয়া সভ্যতার সংঘর্ষও উঠে এসেছে প্রতিভাবান এই শিল্পীর আঁকা ছবিগুলোতে।
এ পর্যন্ত ১১টি একক এবং ৫০টিরও বেশি আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন লায়লা শারমিন। ২০১২ সালে আর্জেন্টিনা ইন্টারন্যাশনাল কন্টেম্পোরারি আর্ট এক্সিবিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন এই শিল্পী।
এর আগে ২০১১ সালে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ১৬তম স্পেস ইন্টারন্যাশনাল প্রিন্ট বাইয়েনিয়ালে পুরষ্কার জিতে নেন তিনি।

এছাড়াও ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্ট গেইমে অংশ নিয়েছেন।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.