আমাদের কথা খুঁজে নিন

   

স্ত্রী বলে কথা!

দৌড়ের উপ্রে থাকলে এইখানে বইসা একটু জিরান, হাসেন। বিমানের পরিচালকের (প্রশাসন) স্ত্রী যাবেন কলকাতায়, কিন্তু উড়োজাহাজে আসন খালি নেই। তাই ফ্লাইট থেকে কর্তব্যরত ক্রুকে নামিয়ে দিয়ে তাঁর আসনে পরিচালকের স্ত্রীর বসার ব্যবস্থা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। গতকাল রাত আটটা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের কলকাতা ফ্লাইট (বিজি-০৯৩) ঢাকা ছেড়ে যায়।

দুই ককপিট ক্রু ও তিন কেবিন ক্রু নির্দিষ্ট সময়ে উড়োজাহাজে হাজির হন। কিন্তু শেষ মুহূর্তে বিমানের পরিচালক রাজপতি সরকার ও তাঁর স্ত্রী স্বপ্না রানী সাহা কলকাতায় যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন। পরিচালকের জন্য একটি আসনের ব্যবস্থা করা গেলেও যাত্রী ভর্তি থাকায় তাঁর স্ত্রীর জন্য আসন পাওয়া যায়নি। এ অবস্থায় একজন কেবিন ক্রুকে নামিয়ে দিয়ে ওই আসনটি পরিচালকের স্ত্রীর জন্য বরাদ্দ করা হয়। ফলে প্রয়োজনের তুলনায় একজন কম কেবিন ক্রু নিয়েই ফ্লাইটটি ঢাকা ছেড়ে যায়।

(সূত্র: দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর, ২০১১) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.