আমাদের কথা খুঁজে নিন

   

ভাড়া

ভাল একটা চাকুরী প্রয়োজন একটা বহুল আলোচিত সমস্যার নাম - ভাড়া। তন্মধ্যে সবচেয়ে সাড়া জাগানো বিষয় ঃ ঘর ভাড়া ও পরিবহন ভাড়া। বিশেষ করে ঢাকা শহরে এ দুটি সমস্যা সবচেয়ে প্রকট। ঢাকায় এ সমস্যায় পড়ে নাই এমন মানুষ পাওয়া দুষ্কর। দফায় দফায় ভাড়া বাড়ানোর এ প্রবনতার বোধহয় আমাদের বাংলাদেশেই যখন-তখন দেখা মেলে।

যে কোন একটা ইস্যু হলেই পরিবহন ভাড়া বাড়ে আর বাসা ভাড়া বাড়ে বাড়ির মালি কের একান্ত ইচ্ছায়- যার কোন লাগাম নেই। এটা আমাদের সবারই জানা বিষয়। বাসা ভাড়া বছ রে র শুরুতে, মাঝামাঝিতে + যে কোন সময়তো বাড়েই আর এর পরিমান অকল্পনীয়। যারা FARMGATE এলাকায় থেকে অব্যস্থ তাদের ভালোই জানা আছে বাসা ভাড়ার যন্ত্রনা কাকে বলে। অন্য এলাকাও ঠিক এ ঘটনার বাইরে নয়।

FARMGATE এলাকায় গত পাঁচ (৫) বছরে তিন গুন ভাড়া বেড়েছে। যা মেটাতে ভাড়াটিয়াদের হিমশিম খেতে হয়। এ বিষয়ে আইন থাকলেও এর প্রয়োগ নেই। এভাবে আর কত কাল/ দিন চলবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।