আমাদের কথা খুঁজে নিন

   

ভাড়া নিবার চাননি!! পুরা দ্যাশডাই ভাড়া দিবো

www.facebook.com/tawasawbil ফেইসবুকে "অসামাজিক আমি"

যারা বাসা ভাড়া পেতে হিমশিম খান, তারা যদি আস্ত দেশই ভাড়া পেয়ে যান! অবাস্তব মনে হলেও সত্যিই ভাড়া দেয়ার জন্য ভাড়াটে খুঁজছে লাইসটেনস্টেইন দেশটি। অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের মধ্যে অবস্থিত ছোট্ট এ দেশটিকে পর্যটকদের কাছে ভাড়া দেওয়ার প্রস্তাব করেছে সেখানকার প্রশাসন। প্রতি রাতের জন্য ভাড়া গুণতে হবে ৪০ হাজার পাউন্ড। নিয়ম অনুযায়ী অন্তত দুই দিনের জন্য ভাড়া নিতে হবে এবং তিনি চাইলে সেখানকার গোটা পুলিশ বিভাগকে তার নিরাপত্তার কাজে লাগাতে পারবেন। তবে দেশ ভাড়া নিলেও সেখানকার ৩০ হাজার জনগণকে উচ্ছেদ করা যাবে না। সুযোগ-সুবিধার মধ্যে অনেক কিছুই আছে। ভাড়াটেকে সংসদ অধিবেশনে দেশের একটি প্রতীকি চাবি তুলে দেয়া হবে এবং খাওয়া-দাওয়াসহ ইচ্ছেমত ঘোরাফেরার স্বাধীনতা থাকবে। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, অর্থের জন্য নয় বরং বহির্বিশ্বের জনগণের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির জন্যই তারা এ উদ্যোগ নিয়েছে। তো আপনি কেন আর বসে থাকছেন ,আজি ভাড়া নিবার জন্য লাইন লাগান, আবার ভাড়া নিয়া মনে কইরেন না সব কিছু পাইয়া গেছেন, নো ইভটিচিং নো ইতরামি সংক্ষিপ্তভাবে লাইসটেনস্টেইন পুরো নাম:প্রিন্সিপালিটি অফ লাইসটেনস্টেইন জনগন:৩৫০০০ রাজধানী: ভাডুস্‌ আয়তন:১৬০ বর্গ কি.মি. ভাষা: জার্মান ধর্ম: ক্রিস্টিয়ান গড় আয়ু: ৭৫(পুরুষ),৮২(মহিলা) প্রধান রপ্তানি পণ্য: যন্ত্রপাতি,দন্তবিষয়ক যন্রপাতি,খাদ্যপণ্য,স্ট্যাম্পস্‌ মাথাপিছু আয়:২১০$ আন্তর্জাতিক ডোমেইন: .li আন্তর্জাতিক ডায়েল কোড:+৪২৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।