আমাদের কথা খুঁজে নিন

   

স্টুডেন্ট ভাড়া



ভার্সিটি থেকে আরিচা ঘাট যাচ্ছি । পথিমধ্যে- কন্ডাকটর মামা: এইটা কি দেলেন মামা !! ৬০ টাকার ভাড়া ৫০ টাকা দ্যান। সাটুরিয়ার ভাড়াও তো ৪০ টাকা না। আমি: মামা ১০ টাকা তো আপনারে ঈদবোনাস দিলাম। স্টুডেন্টভাড়া অর্ধেক না? কন্ডাকটর: না মামা আইজ এইটা কইলে হইতো না।

আর দশটাকা দ্যান। আমি: মামা এখন তো বাড়িতে যাচ্ছি । পকেট ফাঁকা । বাড়ি থেকে আসার সময় দশ টাকা দিবোনে । আপনার কিন্তু দশটাকা পাওনা থাকল।

কন্ডাকটর: মামা ৫০ টাকাই দেতে হইবে। আমি: শোনেন মামা আমরা তো এখন ছাত্র। কামাই রোজগার নাই । দুইদিন পরে যখন চাকরী বাকরী করব ইনকাম করব তখন কোট টাই পড়ে কি আপনাকে ৬০ টাকার ভাড়া ৪০ টাকা দিতে পারব ! তখন দেখা যাচ্ছে ৬০ টাকার ভাড়া ১০০ টাকা দিচ্ছি । কন্ডাকটর: হ মামা গত ১৫ বছরে আপনেরে মত যত ছাত্র অর্ধেক ভাড়ায় গাড়িতে চড়াইছি তিনারা যদি ৬০ টাকার ভাড়া ১০০ টাকাই দেত তয় আইজ আমি বাসের কন্টাকটার না , বাসের মালিক হয়ে যাতাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।