আমাদের কথা খুঁজে নিন

   

ভাড়া বাড়ি

খামরঙা বড় বড় সব কার্টুন বাক্সগুলো বাইরের বারান্দায় রাখা হয়েছে। একে একে বাড়ির প্রায় সব মালামাল ওই কার্টুনে ভরে ফেলেছে বাবা আর মতিন কাকু। এখন চলছে টেপ ফিতে দিয়ে মুখ আটকানোর কাজ। ‘ক্যাঁচ ক্যাঁচ’ শব্দ করে মতিন কাকু ইয়া লম্বা একটা টেপ টেনে বের করলেন রোল থেকে। এদিক ওদিক তাকিয়ে বিরক্ত কণ্ঠে বললেন, ‘আরে দূর, কাঁচিটা কই রাখলাম?’ বাড়ির একেকটা ঘরে গিয়ে পিউলি অবাক হয়।

এত জায়গা ছিল তাদের ঘরগুলোয়? ছোট্ট একটা তালি দিলে কেমন অদ্ভুতভাবে তালির শব্দটা এই দেয়ালে ওই দেয়ালে ঘুরে ঘুরে বেড়ায়! পিউলি ‘এই-এই’ বলে খানিকক্ষণ চেঁচায়। দেয়ালগুলো সেই শব্দও ফিরিয়ে দেয়। কী অবাক করা দেয়াল এই বাড়ির। কই, এত দিন তো এরা চুপ করেই ছিল। আজ চলে যাবার সময় এত কথা কেন বলছে? সকাল বেলায় বাড়ির বাইরে একটা ট্রাক এসে থেমেছে।

ট্রাক থেকে নেমেছে নোংরা সাদা গেঞ্জি পরা তিনজন লোক। রাস্তায় দাঁড়ানো এই ট্রাকটার জন্যে পিছনের গাড়ি আর রিকশা ঠিক মতো এগোতে পারছে না। ওদের মধ্যে মাথায় লাল গামছা বাঁধা লোকটা খুব উৎসাহ নিয়ে ট্রাফিক কন্ট্রোল করতে লেগে গিয়েছে। জানালা দিয়ে সেটাই অনেকক্ষণ দেখল পিউলি, শেষে বাড়িওয়ালী দিদাকে ডেকে নিয়ে এলো দেখাবে বলে। দিদা আঁচল দিয়ে চোখমুখ মুছে পিউলিকে কোলে তুলে নিয়ে জানালায় দাঁড়ালেন।

এই জানালা দিয়ে তিনি কত দিন পিউলিকে পাখি দেখিয়ে ভাত খাইয়েছেন। বৃষ্টি দেখিয়ে কান্না থামিয়েছেন। আজকে কি এটাই শেষ বার এক সাথে জানালায় দাঁড়ানো? পিউলির জন্মের দেড় বছর আগে ওর বাবা-মা এই বাড়িটায় এসেছিলেন। বাড়িওয়ালী দিদাকে পিউলির বাবা-মা ডাকে ‘খালাম্মা’ বলে। আর সে ডাকে ‘দিদা’।

পিউলির এই দিদা যে তাকে কী বলে ডাকে তা সে নিজেও জানে না। কখনও পাখি-কখনও সোনা-কখনও মানিক আবার কখনও গুলগুলি। আরও কত কী ! পিউলি সেই সব নাম শুনে হাসে। আগে যখন ছোট ছিল সে এত হাসত না। এখন কেবল স্কুলে ভর্তি হয়েছে।

কত কী বুঝতে শিখেছে। নিজের নাম ছাড়া অন্য নামে ডাকে কেউ? দিদাটা যে কি বোকা ! এই তো কালকেই পুরনো জামা-কাপড় সব গুছিয়ে বাক্সে তোলা হচ্ছিল। কত পুরনো, বাতিল কাপড় মেঝের ওপর এনে জড়ো করা হচ্ছে। ঘরের ভেতর ঝিম ধরা পুরনো একটা গন্ধ। ঠিক তখনই আলমারি থেকে বের হয়ে পড়ল কমলা রঙের এক জোড়া উলের মোজা।

আরে, এটা কী? পুতুলের মোজা? এইটুকু কেন? পিউলি হেসেই গড়াগড়ি। ‘মা তুমিও কি পুতুল খেলতে?’ মাও হাসেন। ‘এটা তো তোরই মোজা বোকা! যে বার খুব শীত পড়ল ঢাকায় তোর দিদা বুনে দিয়েছিল। তুই জানবি কী?’ পিউলি সেই মোজা জোড়া হাতে নিয়ে দিদাকে দেখাতে নিয়ে গেল। তারপর ফিরে এলো খালি হাতে, ‘মা, দিদা মোজা দুটো রেখে দিয়েছে!’ মা একটু অবাক হলেন, তারপর বললেন, ‘থাক, ওই মোজা আর কী কাজে লাগবে তোর?’ তারপর একটু গম্ভীর হয়ে গেলেন, ‘ইস, আর কটা দিন যদি থেকে যেতে পারতাম! এই ভাবে খালাম্মা একা একা থাকবে কীভাবে?’ ‘মা, নতুন যারা আসবে তাদের কি ছোট বাচ্চা আছে? মোজা লাগবে?’ ‘জানি না মা, আমি তো শুনেছি বাচ্চা আছে দুজন।

তবে তারা বড়, স্কুলে পড়ে। ’ ‘ওদের কি ছেলেধরা ধরে নিয়ে যেতে পারবে না?’ মা হেসে ওঠেন, ‘তোর দিদা যে কী সব গল্প বলে তোকে ভাত খাওয়াত! ছেলেধরার গল্প তোর এখনও মনে আছে?’ কত কী গল্প বলতেন দিদা! তার একটা ছিল লোহার রাস্তার গল্প। সেই রাস্তা দিয়ে কেউ যেতে পারত না, গরমে পা পুড়ে যেত। তারপর একদিন এলো এক কাঠুরিয়া, সে কী বলল জানো? ‘কী বলচে দিদা?’ বলব সোনা, আগে এই দলা ভাতটুকু মুখে দাও! হ্যাঁ, এই তো। তারপর সেই কাঠুরিয়া... ‘খাতুরিয়া কী?’ ‘ওহ হো, ভাত মুখে দিয়ে কেউ এত কথা বলে?’ দিদার পোষা বেড়াল শাদুমনিও গল্প শুনতে শুনতে এক সময় ঘুমিয়ে পড়ত।

দিদা পিউলির চুল আঁচড়ে, ঝুঁটি বেঁধে, পাউডার মাখিয়ে কোলে নিয়ে ঘুম পাড়াতেন। বারান্দার এ মাথা ও মাথা কোলে নিয়ে বার কয়েক ‘খোকা ঘুমালো, পাড়া জুড়ালো’ গাইলেই পিউলি গভীর ঘুমে একদম কাদা। শুধু ডান হাতের বুড়ো আঙ্গুলটা মুখ থেকে ছাড়ানো যায় না! সেই পিউলি দেখতে দেখতে বড় হয়ে গেল। ভাত খাবার প্লেট-গ্লাস সব গেল পালটে। শাদুমনির দুটো বাচ্চা, তারাও কত বড় হয়ে গেল।

পিউলি এখন নিজেই তাদের বানিয়ে বানিয়ে কত গল্প শোনায়। কাঠুরিয়ার গল্প, ডাইনি বুড়ির গল্প, চোরের গল্প... ওরা কিছু বোঝে কি না, কে জানে? দিদার কাছে শোনা গ্রামের বৃষ্টির গল্প শোনায় পিউলি। দিদাই তো একদিন বলেছিল, ‘খুব বৃষ্টির দিনে এক বার গ্রামে চলে যেও মানিক। সেখানে আকাশ থেকে মুক্তোর মতো ঝরে পড়ে পানির ফোঁটা। দূরের বৃষ্টিতে ঝাপসা হয়ে থাকে ঘরবাড়ি।

টিনের চালে কি সুন্দর শব্দ হয় নূপুরের, জানো? সেই শব্দ শুনে ছোটবেলায় আমাদের যে কী আনন্দ হতো! মনে হতো পরীরা নাচছে। বলে কী করে বোঝাই?’ ‘দিদা, আকাশের পাখিগুলো ওই বৃষ্টির মধ্যে কোথায় যেত?’ ‘গাছের ডালে, পাতার আড়ালে কত জায়গায় লুকাতো!’ জানালা দিয়ে হাত বাড়ায় পিউলি, ‘ওই যে পাখি গুলো কোথায় চলে যায়, আবারও ফিরে আসে?’ ‘হ্যাঁ দাদু, যত দূরেই যাক না কেন একদিন ঠিক ফিরে আসে। ’ খামরঙা বড় বড় সব কার্টুন বাক্সগুলো ট্রাকে তোলা হয়ে গেছে। আলমারি, ড্রেসিং টেবিল, খাট কিছুই বাকি নেই। অফিসের সাদা গাড়িটায় নিয়ে তোলা হয়েছে টিভি সেট।

জানালার পর্দাগুলো আগেই খুলে নেয়া হয়েছে বলে এখন ঘরের ভেতরেও রোদের চাদর। এঘরে ওঘরে পড়ে আছে শুধু এক রাজ্যের ধূলো। আশেপাশে ময়লা খবরের কাগজ আর পুরনো শিশি-বোতল। বাবা আর মা এসে সালাম করল পা ছুঁয়ে, ‘খালাম্মা, আসবেন বাসায়। বেশি দূরে তো না।

’ দিদা এক হাতে জড়িয়ে ধরে আছেন পিউলিকে। ‘তোমরাও এসো মাঝে মাঝে। আমার আর কোথায় যাওয়া হয়!’ মতিন কাকু ভীষণ শব্দ করে বাইরের দরজাটা টেনে আটকে দেয়। সিঁড়ির কোনে বসে থাকে শাদুমনি আর তার বাচ্চারা । গাড়িতে বসে পিউলি দেখে মা আঁচল দিয়ে চোখ মুছছে।

বাবা গম্ভীর মুখে হাসি টেনে জানালা দিয়ে হাত নাড়ে। পিউলি মুখ ফিরিয়ে তাকিয়ে আঙ্গুল ঠেকায় পেছনের কাচে, ‘দিদা আমরা আবার আসব। ’ জানালার গ্রিল আঁকড়ে থাকে দিদার আঙ্গুল। অনেক দিনের স্মৃতি আটকে আছে এই জানালায়। কত ভোরের গল্প, কত পাখির গল্প, কত তারার গল্প।

স্মৃতির আকাশে কত মেঘের আনাগোনা। আবারও ফিরে এসো ছোট্ট পাখি। তোমাকে কোলে নিয়ে আমি বৃষ্টিপরীর গল্প শোনাব।

সোর্স: http://www.sachalayatan.com/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।