আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় বিএনপি সমর্থক আইনজীবীদের মারামারি, হালাদের কাম কাজ কি নাই

ঢাকা, সেপ্টেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুদিন বাদে ঢাকার আদালতে আবার বিএনপি সমর্থক আইনজীবীদের দুই পক্ষে মারামারি বেঁধেছে। মঙ্গলবার দুপুরে আদালত প্রাঙ্গণের মসজিদের সামনে দুই পক্ষের আইনজীবীরা তর্কাতর্কিতে জড়ায়। পরে তাদের মধ্যে মারামারি বেঁধে যায়। ঢাকার জজ আদালতে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বারের সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন ঢাকা জেলা দায়রা জজ আদালতের সাবেক পিপি মহসিন মিয়া ও ঢাকা বারের বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা আইনজীবী সমিতি মিলনায়তনে বিএনপি সমর্থক আইনজীবী এম ইউ আহম্মেদের স্মরণ সভা আয়োজন করে আইনজীবী ফোরাম। আর তাতে যোগ দিতে আসা আইনজীবীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুর দেড়টার দিকে সানাউল্লাহ সমর্থকরা মহসিন সমর্থক আইনজীবী শহীদুল্লাকে কিলঘুষি মারে। তখন দুই পক্ষের মধ্যে কিছু সময় হাতাহাতি চলে। দুই পক্ষের মুখোমুখি অবস্থানের মধ্যেও স্মরণ সভা শুরু হয়েছে।

স্মরণ সভায় মহসিন পক্ষের জ্যেষ্ঠ কোনো আইনজীবীকে দেখা যায়নি। সভা চলার মধ্যেই মহসিন পক্ষের কয়েকজন আইনজীবী লাঠি নিয়ে সানাউল্লাহ মিয়ার চেম্বারের দিকে যায়। তারা চেম্বারের পাশের একটি দোকানেও ভাংচুর চালায়। হামলার জন্য দায়ী আইনজীবীদের সমিতি থেকে বহিষ্কারের দাবি জানিয়ে সমাবেশ করেছে মহসিন পক্ষ। অন্যদিকে খোরশেদ আলম সাংবাদিকদের বলেন, "সরকারবিরোধী আন্দোলনে জাতীয়তাবাদী আইনজীবীরা যখন একট্টা, তখন দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে তা বানচাল করতে চাচ্ছে।

" গত রোববারও ঢাকার আদালতে বিএনপি সমর্থক আইনজীবীরা মারামারি করে। এর আগে গত ৬ অগাস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মর্সূচি পালনের সময় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই তর্কাতর্কি ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।