আমাদের কথা খুঁজে নিন

   

জনতার আবেদনপত্র

কেউ মোরে এসে বলে বন্ধু শোন "তুমি কবি,তুমিই সত্যিটা বুঝবে- মুজিব হল বড়" খানিক পরে আসিয়া আরেকজন বলিল বন্ধু " ওর কথায় দিওনা মন বড় হল জিয়া " তাহাদের কথাতে মুচকি হাসিয়া বলিলাম, "চুপ কর তোরা, কে বড় ? কে ছোট? আমি জানি আর জানে মোর হিয়া" ! দেশের জন্য দুজনেই ছিলেন নিবেদিত দুজনের জায়গা থেকে তাহারা দেশের জন্য গিয়াছেন কিছু না কিছু করিয়া। । কে বড় আর কে ছোট জনতা ভাবেনা সে কথা, জনতার মনে দুজনেই আছেন দুজনেই দেশের নেতা। যত সমস্যা তোমাদের মনে !। তাহাদের নিয়া ঝগড়া কর সারা বছর, এমনকি তা চলে তাহাদের জন্ম-মৃত্যু দিনে ।

। একবারও কি ভাবিয়াছ তোমরা ? তোমাদের এসব নিয়ে বাড়াবাড়ি আর নোংরা যুদ্ধ দেখিয়া । । দিনের পর দিন, অবিরত তাহাদের বিদেহী আত্মা যায় কাঁদিয়া । ।

দেশ আর জনতার কথা ভাবিয়া যারা পায়নি কভু এপারেতে সুখ চির শান্তির দেশে গিয়াও তোমাদের কারণে এখনও তাদের রহিয়াছে দুখ । তোমাদের কারণেই প্রতিদিন প্রতিক্ষণ ফেরেশতাদের কাছে ছোট হয়ে যায় তাদের নিষ্পাপ মুখ !! জনতার মনে তাহাদের কারো জন্য নেই ক্ষোভ, নেই রাগ , করেনা কেহ তাহাদের কভু অসম্মান। । কিন্তু তোমাদের কাছে পায়নি মূল্য পায়নি শ্রদ্ধা, তোমরাই করলে তাহাদের সবচেয়ে বড় অপমান। ।

তোমাদের কাছে জনতা আজিকে অণুরোধ করিতেছে তাহাদের নামের দোহাই দিয়া । । থামাও তোমাদের এসব তর্কযুদ্ধ জনতার জীবন আর কভু তোলনা অতিষ্ঠ করিয়া । । * আসুন বাংলাকে ভালবাসি এবং বাংলার গান গাই ও এই পেইজে যাইঃ https://www.facebook.com/kokbd24 ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।