আমাদের কথা খুঁজে নিন

   

জনতার ডাক

জনতার ডাক - মোহাম্মদ ফারুক চল শাহবাগে, সারা দেশের বৃদ্ধ তরুণ মিলে মিশে একাকার । ৭১ এর কুত্তাদের ফাসির দাবিতে কন্ঠ মিলাব আরেকবার । আমি ৭১ দেখিনি , যতটুকু গল্প শুনছি দাদুর মুখে ধিক্কার আর ঘৃনা ভরা চোখে শাহবাগ যেতে চাই। স্লোগানে স্লোগানে মুখরিত হবে ফাসি চাই ফাসি চাই । চল প্রজন্ম চত্তরে, আমার অগ্নি ভরা চোখ খুঁজে ফিরে সেই নর পশুদের দল, প্রজন্মের সাক্ষী হব আজ আমার সঙ্গে তোরা শাহবাগে চল । চল রাজপথের ডাকে, মুক্তির প্রেরণা যেন জেগেছে সবার প্রাণে রাজপথ মুখরিত আজ প্রতিবাদী সব গানে। সাধীনতার সম্মান রাখতে রক্ত যদি যায় যাক, বিচার তাদের হবে হবে জনতা দিয়েছে ডাক।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।