আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় বিএনপি সমর্থক আইনজীবীদের হাতাহাতি

ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে এবার ঢাকার জজ আদালত প্রাঙ্গণে কর্মসূচি পালনের সময় হাতাহাতিতে জড়িয়েছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, খালেদা জিয়ার ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচার মামলার সাক্ষ্যগ্রহণের জন্য রোববার দিন ঠিক রয়েছে। এ দিন সকাল থেকে বিএনপি সমর্থক আইনজীবী দফায় দফায় মিছিল করে। সকাল পৌনে ১১টার দিকে আদালত প্রাঙ্গণে সার বেঁধে দাঁড়িয়ে স্লোগান দেওয়ার সময় সংঘর্ষে জড়িয়ে পড়ে সানাউল্লাহ মিয়া ও মো. মহসিন মিয়ার পক্ষের আইনজীবীরা। প্রায় ১৫ মিনিট ধরে দুই পক্ষের কনিষ্ঠ আইনজীবীদের মধ্যে হাতাহাতি ও কিলঘুঁষি চলে।

পরে জ্যেষ্ঠ আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও উত্তেজনা চলছে। এর আগে গত ৬ অগাস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে কর্মর্সূচি পালনের সময় কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতেই বিএনপি সমর্থক আইনজীবীদের তর্কাতর্কি ও হাতাহাতি হয়। বিএনপি সমর্থক আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বারে বেশ কিছু দিন ধরেই কোন্দল চলছে। ঢাকায় ফোরামের একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা বারের সাবেক সভাপতি সানাউল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক খোরশেদ আলম। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন ঢাকা জেলা দায়রা জজ আদালতের সাবেক পিপি মহসিন মিয়া ও ঢাকা বারের বর্তমান সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।