আমাদের কথা খুঁজে নিন

   

সহিংসতা সমাধানের পথ নয়: মজিনা

তিনি বলেছেন, “সহিংসতা কোনো সমস্যার সমাধান দিতে পারে না, এটা কারো জন্য সুখকর নয়। সংলাপের মাধ্যমে চলমান রাজনৈতিক সমস্যার সমাধান করা উচিত। ”
বৃহস্পতিবার জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতের সময় একথা বলেন মজিনা।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এসময় মার্কিন রাষ্ট্রদূত বলেন, “সরকার ও বিরোধী দল সংসদে আলাপ-আলোচনার মাধ্যমে সব রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারে।


এসময় শিরীন শারমিন চৌধুরী বলেন, “স্পিকার হিসেবে শপথ গ্রহণের পর থেকেই আমি গণমাধ্যমে বিরোধী দলকে সংসদে যোগদানের জন্য অব্যাহতভাবে আহ্বান জানিয়ে আসছি।
“আশা করি, বিরোধী দল আসন্ন বাজেট অধিবেশনে যোগ দিয়ে সংসদকে কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ”
স্পিকার বলেন, সংসদীয় গণতন্ত্রে সংসদ হচ্ছে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। সংসদীয় গণতন্ত্রে  মতপার্থক্য থাকবে। কিন্তু যে কোনো আলোচনার জন্য সংসদই উপযুক্ত স্থান।


এর আগে স্পিকারের সঙ্গে সাক্ষাত করেন ভারতীয় হাই কমিশনার পঙ্কজ শরণ।
বাংলাদেশের ইতিহাসে শিরীন শারমিন চৌধুরকে প্রথম নারী স্পিকার নির্বাচিত করায় ভারত সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান হাই কমিশনার।
বিষয়টিকে বাংলাদেশের জন্য একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.