আমাদের কথা খুঁজে নিন

   

সবিনয় নিবেদন !!!

আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি । । ভাবতেছি একদিন- হুট করে সকালে, চলে যাব হিমালয়- যাই থাক কপালে! ছেড়ে এই বাড়িঘর- আগাগোড়া যান্ত্রিক, তুক তাক শিখেটিখে- হয়ে যাব তান্ত্রিক; ভুম ভাম বলে কয়ে- হ্রিং টিং মন্ত্র, এক ফুয়ে উড়ে যাবে- পঁচা গণতন্ত্র! উড়ে যাবে মন্ত্রী- আমলা যত সকলে, সাথে নিবে সুদ ঘুষ- যত ছিল দখলে; সরকার বিরোধী সব- খাবে জল ঘাটেতে, ব্রেইন ওয়াশ করে দেব- ফু পড়া বাটিতে! সংসদ হবে যেন- প্রাইমারী ইশকুল, কান ধরে উঠবস- যদি কর কোন ভুল; ছাত্ররা ভুলে যাবে- রাজনীতি সংজ্ঞা, নেতা কবে গরীবেরে- হুজুর, জি আজ্ঞা! জনগণ যাই কবে- তাই হবে দেশ-আইন, নেতা যদি না করে- হবে জেল, সাথে ফাইন; গলাবাজি গোলাগুলি- হয়ে যাবে বন্ধ, যত শার্প শুটারকে- করে দেব অন্ধ; মন্ত্রের গুণাগুণে- যত পাপী দঙ্গল, পাপ ভুলে দিবানিশি- করে যাবে মঙ্গল! টেবিলের তলা বলে- কোনকিছু রবে না, কালো রঙ কোন টাকা- লেনদেন হবে না; পানিপড়া ছুঁড়ে দেব- যত আছে ভাই(!)জান, দুর্নীতি মুছে দেয়ার- এই এক সমাধান। অবরোধ হরতাল- এইরূপ শব্দ, অভিধান থেকে আমি- করে নেব জব্দ; কাটাকাটি বন্ধ- শুনে নিস সব ঠগ, কাটবে না মুন্ডু- হাত-পা আর রগ। ইভটিজ ধর্ষণ- হয় যদি সত্যই, মন্ত্রেতে খাসি তোরে- বানাবই নিশ্চয়! হানাহানি সন্ত্রাস- সব করে নিঃশেষ, দেশ মাটি জননীর- রাখবনা কোন ক্লেশ; বিবেকে হয়না যাহা- মন্ত্রেতে হবে তা, আনকোড়া পাল্টাবে- বাংলার ছবিটা! ধর্মের নামে নেই- জিহাদ বা দাঙ্গা, কোন পথ হবে নাকো- লালরঙে রাঙ্গা; ভাই ভাই সব মিলে- মন্দির-মসজিদ, কোলাকুলি হাসাহাসি- হোক পূজা কিবা ঈদ।

এইমতে দেশ হবে- সোনারূপ সংসার, সেইক্ষণে ভূমে পড়ি- স্বপ্নটা ছাড়খার! যত ভাবি স্বপ্নটা- মুখ তত হাসিময়, নেতা সব দল বেঁধে- যদি যেত হিমালয়! কোমরের ব্যথায় বলি- ওহে সব সুধীজন, নেতা তুমি, মানুষ হও- “সবিনয় নিবেদন” । । । সা। ত।

কা। হ। ন। । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.