আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনার প্রতিবিম্ভ

সত্য ও ন্যােয়ের প্রতীক অনেকদিন ধরেই ছিল আমার একটি শখ, পাহাড়ে করবো বসবাস, যেখানে থাকবে অসংখ্য প্রজাপতি, পাহাড়ের কোল ঘেষে থাকবে একটি নদী, প্রবহমান ছিপছিপে তন্বী নদী আমার খুব পছন্দ, পাহাড়কে আমি খুব ভালোবাসি, পাহাড়কে যদি প্রশ্ন করি, বলতো আজ বৃষ্টি হবে কিনা? পাহাড় বলবে, হবেইতো, দেখবে, আজ সন্ধ্যেবেলা বৃষ্টির জলে আমি স্নান করবো, প্রবল বৃষ্টি হবে, যেন একটা উতসবের আমেজ, পাহাড়ি ঢলে নদীর স্রোত ভয়ংকর হবে, পাহাড়ের পায়ের কাছে থাকবে গহীন অরন্য, পাহাড়ের মাথার কাছে আকাশ, নীচে পৃথিবী, থাকবে একটি ঝর্ণা, চরাচরে তীব্র নির্জনতা, যেন আমার কন্ঠস্বর কেউ শুনতে পায় না, পাহাড়ের চূড়ায় বসে সন্ধ্যার সূর্যটাকে করবো আলিংগন, হাতছানি দিয়ে কি আমি ঐ চাদটাকে ধরতে পারবো? আমার যে ইচ্ছে করে ঐ চাদের সাথে কথা বলতে , কল্পনার প্রতিবিম্ভের দিকে আমি বিমুগ্ধ নয়নে চেয়ে থাকবো, যা শুধু পাহাড়ের ঐ নির্জনতায়ই সম্ভব, কঠিন রুক্ষ পৃথিবীতে নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।