আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনার গলি

আকাশের রং নীল, বেদনার রং নীল,সাফল্যের রং ও নীল...। আমার কল্পনার গলি টা একটু যেন সরু গলিতে নেই কোন টং দোকান নেই কোন পথ হারা কুকুর খানা খন্দ গুলো যেন বেধেছে জোট অল্প একটু পথ ও মনে হয় অনেক দুর। পাশের বাড়ী গুলো জীর্ণ মলিন জানালা গুলোর ভেঙে গেছে সব কপাট, ল্যাম্প পোষ্ট গুলো ও আজ বেঁকে গেছে সন্ধ্যা হলেই যেন নেমে আসে গভীর রাত। রাস্তার ইট গুলো আজ বড্ড একা ধীরে ধীরে সমাজ চলে গেছে ওদের ফেলে, একদা কতই না সমাদরে ছিলো ওরা আজকাল শালিক গুলো ও দেখেনা একটু চোখ মেলে। আমিও হ্য়তো হয়ে যাবো একলা যখন আমার পুরনো হাত ঘড়ি টাও চিনবেনা আমায়, বিশ্বস্ত ভৃত্যের মত কিছু চুল হ্য়তো শুনতে চাইবে বসে শেষ দিনের রায়। আমার কল্পনার গলি টা একটু যেন সরু......।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।