আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনার মেঘ রঙ

ইমরোজ

ঘুমিয়ে গেছে। তোমাদের নগরী। অন্যরকমের আলো, নিশাচর এই আমি। সাজিয়ে চোখের জল, তোমাদেরই কাছে গিয়ে, হাত পেতে ধরি। একমুঠো স্বপ্ন দাও।

স্বপ্নরাও স্বেচ্ছাচারী, অন্ধকারে ভীষণ ভারি। স্বপ্নেরাও অভিশাপ দেয়, আলোর মত নতুন সাজে। আমি নিশাচর। দুই চোখের টুকরো পথে, দেখে নেই চলার গতি, একটুকরো মেঘের খাজে, কুয়াশার আলতো ভাজে, আমরা কী সব এলাম ফিরে, মহা ব্যস্ত নগর তীরে। এইখানে থামবে শেখা, দারুন সব নকশি কাথায়, অথবা কোন স্বর্গ এসে, থামবে তোমার আপন দেশে।

দেখে দেখে যায় স্বর্ণলতা, বাঘের খাঁচায় ভীষণ ভয়, এইবার তার ছুটি তবে, গরাদ ভেঙ্গেই দেখা হবে। তোমাদের সব ব্যার্থ সময়, নগরের যত অস্তাচল, সূর্য শুধুই পূর্ব থেকে, নেমেই চলে পশ্চিমে। এইতো আলো এই আঁধার, নান্দনিক সব পোস্টারে। অধম কোন বাক্যব্যায়ে তোমার কাধেই হাত রাখে। বন্ধু তোদের বাড়ি যাব, একনিমিষে শান্তি পেয়ে, যাবই যখন অন্ধকারে, একবার এসে দেখা দে! তোমার চোখের বন্ধ জানালা, এক সাগরের অস্থির নাবিক, খুলবে এসে, নতুন করে, স্বপ্ন এঁকে আস্তাকুড়ে।

এইবার তবে যাচ্ছি চলে, আমার চেনা পথটি ধরে, যেখানে সব সূর্য ডুবে, সাগরের পাড়ে, পাহাড়ে পর্বতে, আমরা এসেই হাসতে থাকি, নীরব কোন প্রান্তরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।