আমাদের কথা খুঁজে নিন

   

কল্পনার কবর



কল্পনার কবর কেউ কাছে নেই__অথচ আমি মানবতার হাতে দিয়েছিলাম ফুল দূর্বলতা ভেবে শিক্ষিত জন পাশ কেটেছে আর তাবৎ প্রতারক কিড়া কেটে বলেছে কাজটি করে দেবে শেষে, অথচ সে ঘুষখোর ঠক সারাটি জীবন তাই দিয়ে গেলাম, সত্য সুন্দর আর মানবতার মাশুল। বাল্যবন্ধু থেকে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি যে যার পথে চলে গেছে জীবনের টানে চলার পথে যারা আসে লুচ্চা সুইচ্চা লম্পট প্রতারক আর আদম বেপারী আর আসে ভাউচার সৃজক, ঘুঘখোর, ভূমিদস্য আর বেগানা সুন্দরী আর সত্য শাশ্বত যারা আসেন, তাদের নিয়ে যায় কে এক অদৃশ্য বানে। ভালোবেসে আমি যার হাতে রেখেছি হাত__নিমিষেই সে হলো ক্লিওপেট্রা বেশ্যার মতোন লুটে নিলো আগুন্তকের ঝোলায় যা আছে মূলধন একান্ত আপন জন একই বংশের রক্তের তারা চুরি করলো জমির খতিয়ান পাট্টা আমার আর কেউ থাকলো বলো এই ধরায় কোনো আপনজন। পাশে কেউ নেই__তাই মৃতের মতোন পড়ে থাকি কল্পনার কবরে হাওয়ায় হাওয়ায় মহাশূন্যে উড়ি কত আনন্দ তবু মনের ভিতরে। ০৩.১০.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।