আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশ ও ভারতের কিছু ঐতিহাসিক চুক্তি............

যতোদিন মানুষ অসৎ থাকে, ততোদিন তার কোনো শত্রু থাকে না; কিন্তু যেই সে সৎ হয়ে উঠে, তার শত্রুর অভাব থাকে না। আর মাত্র কয়েক দিন পরেই বাংলাদেশ সফরে আসছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আরও অনেক দাদা ও দিদিমণি । আর আমাদের সবার প্রিয় দিদি হাচিনা ও তার সাঙ্গপাঙ্গরা বরণ ডালা সাজিয়ে বসে আছে । সাথে আছে কিছু দালালী মার্কা চুক্তি । ওদের চুক্তি দেখলে মনে হয় আমরা যেন ওদের কাছে ভিক্ষা করছি ।

আমাদের তরফ থেকে দাদাদের জন্য কিছু চুক্তি অফার করা হল । মনমোহন আঙ্কেলের সাথে এই চুক্তি গুলাও করতে হইব । চুক্তি ১ - আমাদের প্যাডে যে ১২.৩ মেগা ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আসে সেগুলা নিয়া যাবেন আর এর বদলে আপনাদের নায়িকা ক্যাটরিনা আপুকে বাংলা শিখায় পাঠায় দিবেন চুক্তি ২ - আঙ্কেল আপনাদের কিছু ফাউল টিভি চ্যানেল আইসে পরছে আমাগো দ্যাশে এগুলা লইয়া যাবেন সাথে কইরা ( আপনাগ জিনিস আপনারাই দ্যাখেন ) এইটা কুনো চুক্তি না : উপঢৌকন বলতে পারেন !! আমরা আমাদের ২ জন বিশেষ মন্ত্রী দিব আপনাদের !! চিরিয়াখানায় রাখলে আপনাদের বাচ্চা কাচ্ছারা দেখে খুব খুশি হবে ............ লেখাটা ফেইচবুক থেকে সংগ্রহীত । লেখাটা পড়ে ভাল লাগলো তাই সবার সাথে শেয়ার করলাম । যদি আরও কোন চুক্তি করার থাকে তা হলে জানান দেন ।

আর মাত্র কয়েক দিন পরেই বাংলাদেশ সফরে আসছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং আরও অনেক দাদা ও দিদিমণি । আর আমাদের সবার প্রিয় দিদি হাচিনা ও তার সাঙ্গপাঙ্গরা বরণ ডালা সাজিয়ে বসে আছে । সাথে আছে কিছু দালালী মার্কা চুক্তি । ওদের চুক্তি দেখলে মনে হয় আমরা যেন ওদের কাছে ভিক্ষা করছি । আমাদের তরফ থেকে দাদাদের জন্য কিছু চুক্তি অফার করা হল ।

মনমোহন আঙ্কেলের সাথে এই চুক্তি গুলাও করতে হইব । চুক্তি ১ - আমাদের প্যাডে যে ১২.৩ মেগা ট্রিলিয়ন ঘনফুট গ্যাস আসে সেগুলা নিয়া যাবেন আর এর বদলে আপনাদের নায়িকা ক্যাটরিনা আপুকে বাংলা শিখায় পাঠায় দিবেন চুক্তি ২ - আঙ্কেল আপনাদের কিছু ফাউল টিভি চ্যানেল আইসে পরছে আমাগো দ্যাশে এগুলা লইয়া যাবেন সাথে কইরা ( আপনাগ জিনিস আপনারাই দ্যাখেন ) এইটা কুনো চুক্তি না : উপঢৌকন বলতে পারেন !! আমরা আমাদের ২ জন বিশেষ মন্ত্রী দিব আপনাদের !! চিরিয়াখানায় রাখলে আপনাদের বাচ্চা কাচ্ছারা দেখে খুব খুশি হবে ............ লেখাটা ফেইচবুক থেকে সংগ্রহীত । লেখাটা পড়ে ভাল লাগলো তাই সবার সাথে শেয়ার করলাম । যদি আরও কোন চুক্তি করার থাকে তা হলে জানান দেন ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.