আমাদের কথা খুঁজে নিন

   

বিকাল

সামনে একটা জানলা খোলা ,হাসপাতালের ৪থ তলায় দাড়িয়ে ছিলাম । আকাশের দুটা রং,গোলাপি বেড রুম ,জটা লাগানো রিকশা ব্যস । চোখ বুজে বল্লাম ............................ করিডোর এক জোড়া চোখ অনুসরন করছিলো ,মনে নেই আমি অদ্ভুত কিছু বলেছিলাম কিনা,মনে পরল নিজের সাথেই কথা বলছিলাম । আমি নিজের জন্য অনেক গুলো পথ বানায় রাখছি । কখনো কখনো নিজেকেই ভিলেন মনে হয় ।

কিছু সত্য আছে চাপা দিতে হয়,কিছু মিথ্যা বানাতে হয় । আমার কাল্পনিক চরিএ । আচ্ছা একে কি নকল বলা চলে?একজনের জন্য যখন তখন কাদতে বসি ,আবার তাকেই অবিশ্বাস করি, আবার ভালোওবাসি । বড় অভিনেতা মনে হয় ,যেমন সকাল থেকেই রোগীর সাথে ছিলাম ,অথচ আমার ভেগে গিয়ে সত্য মিথ্যার গল্প করতে ইচ্ছা হচ্ছিলো । তবু ছিলাম ,চোখের সামনে মৃত্যু , যার কোন পাপ ছিলো না ,তখন ও কেন বাস্তবতার কাছে হাত পা বেধে বসে থাকতে হয় ।

তুমি হাসো ,তোমার হাসি বাধা পরে কোথায়?অধিকাংশ সময় তুমি বলো হারাইতে না ,হারানো খুব সহজ কি? তবু হারায় যায়,কেন হারায় যেতে দিলাম । তবু কিছু মানুষ হারায় যায়, প্রিয় একজন মালিকানা থাকা স্বত্তেও মনের শ্লেটে কারও নাম একবার লেখা হয়ে গেলে সে কখনই হারায় না বরং বেশী করে জড়ায়। মাথাটা আউলায় আছে, নেশা থাকুক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।