আমাদের কথা খুঁজে নিন

   

রোমাঞ্চকর শেষ বিকাল

টেস্ট ক্রিকেটে পরতে পরতে থাকে রোমাঞ্চ। পদে পদে লুকিয়ে থাকে অনিশ্চয়তা। কিন্তু গতকাল দিনের প্রথম ছয় ঘণ্টায় তো রোমাঞ্চ-অনিশ্চয়তার ছিটেফোঁটাও ছিল না। গৎবাঁধা স্টাইলে বোলিং আর কিউইদের আয়েশী ব্যাটিং। কিন্তু সাগরিকায় কাল শেষ বিকালে বৈচিত্র্য নিয়ে স্বমহিমায় 'টেস্ট' হাজির।

এক ঘণ্টার মধ্যেই বদলে যায় ম্যাচের চিত্র। শেষের ৩৬ রান করতেই তিন উইকেট হারিয়ে বিপাকে পড়েছে সারা দিন দাপট দেখানো নিউজিল্যান্ড। দিন শেষে কিউইদের রান ৫ উইকেটে ২৮০। উইকেটে স্বীকৃত ব্যাটসম্যান নেই বললেই চলে। 'ম্যাচ এখনো আমাদের হাতেই' সংবাদ সম্মেলন এ কথা বলে যেন সবুজ সংকেত দিলেন নাসির হোসেনও।

চট্টগ্রামের বৈচিত্র্যময় আবহাওয়া। এই রোদ, এই মেঘ, আবার ঝম ঝম করে বৃষ্টি পড়তেও সময় লাগে না। আর সে কারণেই কি না সকালের রোদ দেখে বাংলাদেশি বোলাররা কৌশলের চেয়ে দ্রুত বোলিংকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন। প্রথম সেশনেই ৩০ ওভারের জায়গায় খেলা হয়েছে ৩৫ ওভার। এক উইকেটে ৯৩ রান।

কিউই ব্যাটসম্যানদের দাপট। দ্বিতীয় সেশনেও সফরকারী ব্যাটসম্যানদের একক আধিপত্য। ১ উইকেটে এসেছিল ৯৩ রান। কিন্তু শেষ সেশনে রাজ্জাক ও সাকিব ম্যাচে ফেরালেন বাংলাদেশকে। ঘূর্ণি জাদুতে রাজ্জাক বোকা বানিয়েছেন শক্তিশালী নিউজিল্যান্ডের 'মহাশক্তিধর' ব্যাটসম্যান রস টেলর ও ব্রান্ডন ম্যাককালামকে।

আর সাকিব আল হাসান ফিরিয়ে দিয়েছেন সেঞ্চুরিয়ান কেন উইলিয়ামসনকে।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের শুরুটা ছিল খুবই ম্যাড়ম্যাড়ে। প্রথম দুই সেশনে ২ উইকেটে ১৮৬ রান। পতন ঘটা উইকেট দুটিতেও বোলারদের খুব বেশি কৃতিত্ব ছিল না। হামিশ রাদারফোর্ড যেন ক্যাচ প্রাকটিসের অংশ হিসেবে মিড অফে রাজ্জাকের হাতে বল তুলে দিলেন।

কিউই ওপেনার বুঝতেই পারেননি টেস্ট খেলার অভিজ্ঞতা কম থাকলেও বাংলাদেশ ফিল্ডিংয়ে কিন্তু ভীষণ তৎপর। সোহাগ গাজীর প্রথম উইকেট, বাংলাদেশ দলেরও প্রথম। দ্বিতীয় উইকেটটাও কঠিন ছিল না। চা বিরতির মাত্র ১ ওভার আগে নাসির হোসেনের শট বলে কাভারে মমিনুলের হাতে সহজ ক্যাচ তুলে দেন পিটার ফুলটন। অবশ্য এর আগেই নিউজিল্যান্ডকে শক্তিশালী একটা ভিতের ওপর দাঁড় করিয়ে দিয়েছেন তিনি।

৭৩ রানের ধৈর্যশীল এক ইনিংস খেলেছেন। এর পরেও প্রথম দিনকে হতাশার বলেই উল্লেখ করলেন ফুলটন, 'ভেবেছিলাম আমাদের স্কোরটা অনেক বড় হবে। কিন্তু শেষের দিকে দ্রুত দু-তিনটি উইকেট পড়ে যায়। শুরুর কথা চিন্তা করে স্কোরের দিকে তাকালে হতাশাই লাগে। ' সফরকারীদের জন্য দিনটি আরও হতাশার হতো, যদি উইলিয়ামসন সেঞ্চুরিটি না করতেন।

গতকাল কিউই এই ব্যাটসম্যান দীর্ঘ সাড়ে চার ঘণ্টা ব্যাটিং করে ২১০ বলে করেছেন ১১৪ রান। টেস্টে উইলিয়ামসনের চতুর্থ সেঞ্চুরি এটি।

কাল বাংলাদেশের ৬৯তম ক্রিকেটার হিসেবে অভিষেক হলো মার্শাল আইয়ুবের। তবে স্বপি্নল দিনটি স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। বল হাতে ২ ওভারে ১৫ রান দেওয়ায় অধিনায়ক মুশফিক মার্শালের হাতে আর বল তুলে দেননি।

কিন্তু মার্শাল টেস্ট ক্যাপ পড়ার সুযোগ পেয়েছেন ব্যাটিংদৃঢ়তায়। তাই বোলিংয়ে সুবিধা করতে না পারলেও 'মহাভারত' অশুদ্ধ হয়ে যাবে না! ব্যাট হাতে কতটা স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন তা-ই আসল। শুধু মার্শাল আইয়ুব নন, আজকের দিনটা বাংলাদেশের জন্যও মহাগুরুত্বপূর্ণ। প্রথম সেশনেই যদি নিউজিল্যান্ডকে অলআউট করে দেওয়া যায় তাহলে একটা সম্ভাবনা তৈরি হবে। কেননা দ্বিতীয় ইনিংসে তো আর কিউইরা এত স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারবে না।

যত দিন যাবে উইকেট ভাঙতে থাকবে। আর উইকেট যত ভাঙবে বল ততই টার্ন করবে। স্পিন খেলা কিউই ব্যাটসম্যানদের জন্য দুরূহ হয়ে যাবে। যদিও এখনো চার দিন বাকি, কিন্তু শেষ বিকালে বল যেভাবে উইকেটে টার্ন করেছে তা দেখে স্বপ্ন উঁকি দিচ্ছে সবার মনেই। এখন সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব ক্রিকেটারদেরই।

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.