আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষ ফিরে পেলাম আমার হারানো ব্যাগ।

আজ আমি কি পরিমান খুশী তা ভাষা্য় প্রকাশ করা যাবেনা, কারন আজ আমি আমার হারানো ব্যাগটা ফিরে পেয়েছি যাতে আমার পাসপোর্ট, ল্যাপটপ, ক্যানন ক্যামেরা, আমার থেসিস এর কাগজপত্র এবং আরো অনেক কিছু ছিলো।আপনাদের কাছে দোয়া চেয়ে গত ২১শে আগষ্ট একটা পোস্ট দিয়েছিলাম। অসীম করুনাময় আল্লাহর কাছে কৃতগ্গতা প্রকাশ করছি সেই সাথে কৃতগ্গ সুইডিশ সোসাল সিকিউরিটি সিসটেম এর কাছে। ব্যাগটা আমি গত ১৮ই আগষ্ট নেদারল্যান্ড থেকে সুইডেন ফেরার পথে ট্রেনে আমি ভুল করে রেখেই নেমে পরি।আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমার সুইডিশ বন্ধুরা বার বার বলেছিলো আমি ফিরে পাবো তখন মনে হয়েছিলো ওটা নিছক সান্তনা। কিন্তু আজ বিশ্বাস হল। ভাবছি এটা ইউরোপ বলেই এমনটা সম্ভব কিন্তু ভাবছি বাংলাদেশ হলে কি আজ ফিরে পেতাম? আসলে আমরা ইউরোপের কিছু খারাপ দিকগুলো বাদ দিয়ে কি ওদের সততা, ন্যায়পরায়নতা, মানবিকতা এই তিনটা ভালো গুন কি মন দিয়ে গ্রহন করতে পারিনা? তাহলে আজ বাংলাদেশ ও হ্য়তো এদের মত অনেক উপরের সারির কোনো দেশ হত। সেই দিন কি কোনোদিনই আসবে না??


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।