আমাদের কথা খুঁজে নিন

   

অবশেষ আত্মহত্যার করেই জয়ী হলেন বিলাসী!!!!!!!!!!!

তক

অবশেষে মারা গেলেন গৃহবধূ বিলাসী খাতুন। চারদিন মৃত্যুযন্ত্রণায় কাতরে গতকাল সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে তিনি মারা যান। এর আগে তার দুই শিশু সন্তান রায়হান ও রজনী মারা যায়। স্বামীর দ্বিতীয় বিয়ের খবর শুনে বিলাসী তার দুই সন্তানকে নিয়ে শরীরে আগুন ধরিয়ে দেন। হাসপাতাল সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে বিলাসী খাতুন মারা যান।

মৃত্যুর সময় বিলাসীর শয্যাপাশে ছিলেন তার বোন শাবানা পারভীন, ভাই সেলিমুজ্জামানসহ অন্যান্য আত্মীয়-স্বজন। সন্ধ্যা ৬টার দিকে বিলাসীকে নাকের সঙ্গে সংযুক্ত পাইপ দিয়ে দুধ দেন কর্তব্যরত নার্স। এরপরই বিলাসী হাত-পা ছুড়তে থাকেন। ভাই সেলিমুজ্জামান তখন বিলাসীকে শান্ত হতে বলেন। একপর্যায়ে তাকে তওবা ও কলেমা পাঠ করতে বলেন।

ভাইয়ের কথায় বিলাসী কলেমা পড়েন ও তওবা করেন। এর কিছুক্ষণ পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন বিলাসী। গত ৫ আগস্ট ১০৮, কমলাপুরের বাসায় আত্মহত্যার জন্য বিলাসী নিজের ও তার দুই সন্তান রায়হান ও রজনীর শরীরে আগুন ধরিয়ে দেন। মারাত্মক অগ্নিদগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওইদিনই সন্ধ্যা ৭টায় রায়হান মারা যায়।

রজনী মারা যায় পরদিন সকাল সোয়া ৬টায়। বিলাসীর ভাই সেলিমুজ্জামান হাসপাতালে সাংবাদিকদের জানান, সোমবার ময়নাতদন্তের পর বোনের লাশ গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে দুই সন্তানের পাশে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, স্বামী রাজিবের দ্বিতীয় বিয়ের খবরে ক্ষুব্ধ হয়ে ৫ আগস্ট কমলাপুরের বাসায় গায়ে কেরোসিন ঢেলে দুই সন্তান নিয়ে আত্মহত্যার চেষ্টা চালান বিলাসী।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।