আমাদের কথা খুঁজে নিন

   

“আমরা ভন্ড-কালোবাজারীদের গদাম দেই” স্লোগানে, শিগ্রিই সম্প্রচারে আসছে “কাসেম টিভি” (ktv)

চাচা চৌধুরীর মগজ কম্পুটারের চেয়েও প্রখর “কাসেম টিভি” (ktv) এর সিনিয়র করসপন্ডেন্ট সুভাশিষ ভৌমিক এক ফটকা শেয়ার কালোবাজারির বাড়ির সামনে বিশেষ মুহুর্তে। আজকাল খবরের কাগজ বা ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে জানা যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেল এবং সংবাদপত্র মালিক এবং কর্তপক্ষ বাসার কাজের লোককে মুহুর্তের মধ্যে তাড়িয়ে দেয়ার মত এখন সাংবাদিকদের একই স্ট্যাইলে চাকুরিচ্যুত করছে। কারন তাদের পেয়ারি দোস্ত এবং ব্যবসায়িক পার্টনারদের গোপন খবর ফাঁস করে দিচ্ছে এসব দুষ্ট সাংবাদিকের দল। আর এমন পরিপ্রেক্ষিতে সম্পুর্ন অজানা লোকেশন থেকে চালু হতে যাচ্ছে "কাসেম টিভি" (ktv)। যাদের মুল কাজ হবে আনলিমিটেড ভাবে দেশের রাজনৈতিক-ব্যবসায়ী-চামচাদের গোপন অধ্যায়গুলো ফাঁস করে দেয়া।

এজন্য এই চ্যানেলের স্লোগান "আমরা ভন্ড-কালোবাজারীদের গদাম দেই"। তবে বিশ্বস্ত সুত্রে জানা গেছে, ঘুষ-কালোবাজারিদের হাত থেকে রেহায় পেতে এই চ্যানেলের মুল স্টুডিও মঙ্গল গ্রহে স্থাপিত হয়েছে। সেখান থেকেই প্রচার হবে সংবাদ। আর সাংবাদিক হবে আপামর জনগণ। কারন জনগণই সব চ্যানেলের উৎস।

সুভাশিষ ভৌমিক, সাজু খাদেম, নীরব, আমিন আজাদ, মামুনুল হক টুটু, কামাল বায়েজিদসহ অনেকে বিশেষ রিপোর্টার হিসেবে ইতিমধ্য কাশেম টিভিতে জয়েন করেছেন। “আমরা ভন্ড-কালোবাজারীদের গদাম দেই” কাশেম টিভির রিপোর্টারের মধ্য সবচেয়ে সিনিয়র সুভাশিষ ভৌমিক শুরুর দিককার কথা প্রসঙ্গে বলেন, সমাজের নানান অসগংতি, অব্যবস্থাপনার কথা তুলে ধরার জন্যই চ্যানেলটির যাত্রা। যাত্রার আগেই এতটা জনপ্রিয় হয়েছে কাশেম টিভি যেটা অকল্পনীয়। আর এর কারন খুজতে গিয়ে জানা গেল মানুষ তাদের দুর্দশা থেকে মুক্তির উপায় হিসেবে তাই কাশেম টিভিকে বোঝে। মঙ্গল গ্রহে স্থাপিত কাশেম টিভির অত্যাধুনিক হেড অফিস  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.