আমাদের কথা খুঁজে নিন

   

ট্রানজিটের নামে করিডোর ??!!

ট্রানজিট। আসলে ট্রানজিট কি ?? ট্রানজিট বলতে বুঝায় এক দেশ থেকে দ্বিতীয় দেশের মাধ্যমে তৃতীয় দেশে যাওয়া। করিডোর ?? ভারত যেটা নিচ্ছে তা হল, ভারত থেকে আমাদের দেশের মধ্যদিয়ে সোজা পথে ভারতের আরেকটা অংশে যাওয়ার সুযোগ। ভারত কিন্তু বাংলাদেশ হয়ে অন্য কোন দেশে যাচ্ছে না। এই কারণেই এটা ট্রানজিট নয় এটা করিডোর।

"If you repeat a lie often enough, it becomes the truth." ---- Joseph Goebbels সরকার মানুষকে বোকা বানিয়ে করিডোরকে চালিয়ে দিচ্ছে ট্রানজিট নামে !!! বারবার সরকার ট্রানজিট বলছে। আপনাকে বেকুব বানাচ্ছে সরকার। বেকুবই থাকবেন ???? ধারণা করা হচ্ছে করিডোর, পোর্ট সংক্রান্ত চুক্তি করতেই মনমোহন সিং ঢাকা আসছেন ৬ সেপ্টেম্বর। লক্ষ্য করুন, সরকার করিডোর নিয়ে দেশের জনগনের কোন মতামত জানতে চায় নাই। সম্পূর্ণ রাজনৈতিক ভাবে করিডোর দেয়া হচ্ছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তৈরি 'Economic of Transit' রিপোর্টের তৃতীয় চ্যাপ্টারে পরিষ্কার বলা হয়েছে, ‘‘Unless implemented within the political cycle of the Present governments in the two countries, there is a serious downside risk of a fall through, especially in the context of the Bangladeshi political environment.’’ এখন প্রশ্ন, যেখানে বাংলাদেশের রাস্তাঘাটের বেহাল অবস্থা, যেখানে হাইওয়েতে জ্যাম লেগে থাকে সেখানে ইন্ডিয়ার গাড়ি চলতে দেয়ার যুক্তি কতটা ?? ইন্ডিয়া যখন পণ্য সরবরাহ করবে এক রাজ্য থেকে আরেক রাজ্যে অবশ্যই তখন নিরাপত্তার জন্য সাথে আর্মি রাখবে ইন্ডিয়া। প্রশ্ন হল, একটা সার্বভৌম দেশের ভিতর দিয়ে আরেক দেশের আর্মি কিভাবে যায় ?? বাংলাদেশ কি আফগানিস্তান নাকি ইরাক ?? জেগে উঠুন। করিডোরকে করিডোর বলুন, ট্রানজিট না। সবাইকে সচেতন করুন কেন এটা ট্রানজিট না বরং করিডোর। ছড়িয়ে দিন চারপাশে "ট্রানজিটের নামে করিডোর দেয়াকে রুখে দাঁড়ান।

" এই দেশ আমাদের, এর ভালো খারাপ দেখতে হবে আমাদেরই। গর্জে উঠুন। আবারো বলছি If you repeat a lie often enough, it becomes the truth." ---- Joseph Goebbel ভালো লাগলে শেয়ার করুন। সবাইকে জানিয়ে দিন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.