আমাদের কথা খুঁজে নিন

   

কবির স্বপ্নভঙ্গ

এই দেশ, এই প্রকৃতি ও খুব কাছের মানুষ ছেড়ে কোথাও মিলিয়ে যাবো একদিন, সে সব কথা ভাবতে খুব কষ্ট হয়। মানুষের কাছে, প্রকৃতির কাছে আমি ঋণী। সেসব ঋণ শোধ করা হবে না কোনদিনই। তবু যেতেই হবে। যেতে হয়। আমার প্রতিদিনের ভাবনা এবং জীবনের কিছু কথা যাবার আগে বলে যেতে চাই মুগ্ধ এক কবি দিনরাত স্বপ্ন দেখে আকাশের অযুত নক্ষত্র থেকে আলো এসে লুটিয়ে পড়েছে পৃথিবীর আনাচে-কানাচে প্রাসাদ থেকে বস্তি অবধি আলোকিত সমানভাবে। সখিনাদের ভাঙে ঘুম নিশ্চিন্ত আয়েসে পেটে নেই আর তাদের ক্ষুধার যন্ত্রণা জীর্ণশীর্ণ ভাতারের ব্যাধি গেছে সেরে পায়ের নীচে সবার সবুজ গালিচা সখিনারা কাঁদতে ভুলে গেছে হাসিতে সমুদ্রে জোয়ার আনে উলঙ্গ ছেলেটির জন্যে মায়ের দু:শ্চিন্তা নেই মায়ের ওলানে এখন দুধের মজুদ প্রচুর ছেলেটিও মাকে জড়িয়ে ধরে হাসে মা ভালোবাসার সীলমোহর আঁকেন চিবুকে ঠোঁকে গালে সবখানে ছেলেটি হাসে- শুধুই হাসে বিধবাদের সব সাদা রঙ গেছে লাল হয়ে ফ্যাকাসে ঠোঁটে গাঢ় রংয়ের লিপিস্টক হাতে সবার রজনীগন্ধা বেলী বকুল শাড়ির আঁচলে বাউরি বাতাস সমুদ্রের গর্জন তুলে বলছে- ‘ভালোবাসি- ভালোবাসি’ কবি ধ্যান ভেঙ্গে তাকান বইয়ের পাতায় সেখানে সবগুলো পাতা আছে সাদা হয়ে! ১৫ জানুয়ারি, ২০১১  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.