আমাদের কথা খুঁজে নিন

   

কবির প্রশ্ন কবির উত্তর



Things fall apart; the centre cannot hold; Mere anarchy is loosed upon the world, The blood-dimmed tide is loosed, and everywhere The ceremony of innocence is drowned. The best lack all conviction, while the worst Are full of passionate intensity.-WB YEATS ভগবান, তুমি যুগে যুগে দূত পাঠায়েছ বারে বারে দয়াহীন সংসারে--- তারা বলে গেল `ক্ষমা করো সবে', বলে গেল `ভালোবাসো--- অন্তর হতে বিদ্বেষবিষ নাশো'। বরণীয় তারা, স্মরণীয় তার, তবুও বাহির-দ্বারে আজি দুর্দিনে ফিরানু তাদের ব্যর্থ নমস্কারে॥ আমি যে দেখেছি গোপন হিংসা কপটরাত্রি-ছায়ে হেনেছে নিঃসহায়ে। আমি যে দেখেছি--- প্রতিকারহীন, শক্তের অপরাধে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। আমি যে দেখিনু তরুণ বালক উন্মাদ হয়ে ছুটে কী যন্ত্রনায় মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে॥ কন্ঠ আমার রুদ্ধ আজিকে, বাঁশি সংগীতহারা, অমবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃসপ্নের তলে। তাই তো তোমায় শুধাই অশ্রুজলে--- যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?। পৌষ ১৩৩৮ কবিরা তোমরা কি অন্তর্য়ামি ছিলে । বিশ্ব সংসারের এই ভাঙ্গন তোমরা টের পেতে কিভাবে? তোমরা জানতে সবই । তাইত সময় তোমদের কেটে গেছে আমদের অনিশ্চতার মাঝে ফেলে রেখে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.