আমাদের কথা খুঁজে নিন

   

কবির বেদনা

ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,

কবির বেদনা -আবু মকসুদ জাফরি-কাটা দুপুর, চেতনে জঙ্ঘার জলছবি তিলোত্তমা নগরে একটুক নির্জনতার দাবি বর্ষ পরম্পরায় ছোট ছোট নুড়িতে রাখি দীর্ঘ বেদনা ইটের দালান কোটা খাজে-খাজে কীটের গর্ত পঞ্চপ্রদীপের আলোয় গর্ত হাতড়িয়ে তোলি স্বর্ণচাপা সেলফে সাজিয়ে রাখি আত্মজীবনী, মোড়ানো কবিতায় যন্ত্রণা খুলে দেই তোমরা আদরে ডাকবে বলে অমানী কবি শব্দ-ভ্রমে খুলে ফেলি টিফিনকোটা, আঙ্গুলের স্পর্শে পুড়ে যাক সামান্যতম ঈর্ষা কবিতারা লেখা হলে শত আলোকবর্ষ পেরিয়ে আসে গর্ভ সঞ্চারী মায়া অতঃপর পূর্ণিমার রাতে প্রদীপদান সম্পন্ন করি ক্রমে কেটে যায় দিন, বুকেতে কর্পুরবাতি অযাচিত আহাম্মকের গোপন শত্রুতায় প্রতিরাত পাখিপুড়ে ক্রোধী দানবের গালে তবু আঁকি প্রকীর্ণ সবুজ বিশ্বাসী আশা, গুপ্ত ঘাতকের মালিন্যতা মানবীয় উজ্জলতায় ভরে যাবে নয়তো অগ্নিস্বাহা আহবান ‘সম্মুখ সমরে’ দেখি কেমন বুকের পাঠা মানুষ জন্ম নেয় মহারৌদ্রে, পৌঁছাতে তীরে অমানুষ বাদরেরা সব কালেই মুখ রাখে বিষ্টার ভীড়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.