আমাদের কথা খুঁজে নিন

   

মানুষের ভালাবাসায় লীনা ফিরে আসুক এই পৃথিবীর আলো হাওয়ায়

যার চোখ ভালবেসে পৃথিবীকে চম্বন করতে ভুলে যায় নাহিদ জাহান লিনার কথা নিশ্চয় আপনাদের অনেকের মনে আছে। ব্লগে স্টিকি পোস্ট আকারে ছিল লিনাকে সহযোগিতার আহবান। সে সময় লিনা ভারত যেতে পেরেছিলো বন্ধুদের সহযোগিতায়। কিছুদিন পূর্বে ভারত থেকে কেমো নিয়ে ফিরে এসেছে লিনা। বর্তমানে তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা।

সকল ব্লগারদের প্রতি লিনাকে সহযোগিতার আহবান জানাচ্ছি পুনরায়। নাহিদ জাহান লীনা। বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়াতে যে একুশে টিভি নতুন দিনের সুচনা করেছিল, সেই একুশে টিভির হাত ধরেই তার সাংবাদিকতার জীবনের শুরু। এরপর একে একে দেশের সকল শীর্ষ টিভি সিএসবি, এটিএন বাংলা ও এনটিভিতে কাজ করেছেন। বস্তুনিষ্ঠ সংবাদ তৈরীর মধ্যেই লীনার জীবন সীমাবদ্ধ থাকেনি।

ছাত্র জীবনে দেশ ও মানুষের প্রয়োজনের সকল আন্দোলন ও মানবিক বিপর্যয়ে লীনা ছিলেন সর্বদা সজাগ এবং নিবেদিত। ঝড় জলোচ্ছ্বাসে মানুষ না খেয়ে আছে কোন উপদ্রুত অঞ্চলে অথবা শীতে মানুষ মারা যাচ্ছে উত্তরবঙ্গে কোথাও কিংবা মঙ্গায় উত্তরের অনাহরি জনপথে হাহাকারে লীনার যেন ঘুম নেই। মানুষের পাশে দাড়াবার জন্য সে বন্ধুদের নিয়ে পথে নেমেছে। দরিদ্র মানুষ চিকিৎসার অর্থ তুলতে হবে, লীনা প্লাকার্ড নিয়ে রাস্তার মোড়ে মোড়ে ঘুরেছেন। আজ সেই লীনাই লড়াই করছেন ক্যান্সারের সঙ্গে।

লীনার শরীরে ক্যান্সার ধরা পড়ে ২০০৯ সালে। প্রাথমিক অবস্থায় ধরা পড়ায় তার ডান স্তন অপারেশন করা হয়। ক্যামোথেরাপী চলে অনেক দিন। প্রায় সুস্থ হয়ে যখন স্বাভাবিক কাজ কর্মে ফিরেছিল লীনা, ঠিক তখনই আবার ডান পায়ে ক্যান্সার ধরা পড়ে, নিতে হয় রেডিওথেরাপি। এরপর লিনা ইন্ডিয়া গিয়েছিল চেক-আপের জন্য।

ওর রিপোর্টগুলো সব স্বাভাবিক ছিল তখন। কিন্তু এইতো মাস দুয়েক হলো হঠাৎ শরীর খুব খারাপ করল। টেস্টে ধরা পড়ল ক্যান্সার ফিরে এসেছে। লীনার দীর্ঘ দিনের সহকর্মী, বন্ধু সাংবাদিকরা পাশে দাঁড়ালেন। তাৎক্ষণিকভাবে যেটুকু যোগাড় করা গেল তাই নিয়ে লীনা ভারতে গেল।

ভারতের অ্যাপোলো ক্যান্সার হাসপাতালে টানা ৩০ দিন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা নিয়ে সম্প্রতি দেশে এসেছে লীনা। তবে চিকিৎসা শেষ করতে বেশ কয়েক মাস সময় লাগবে, নিতে হবে মোট ৯টি হারসেপিটন ও আরও অন্যান্য ক্যামো। একটি হারসেপটিন ক্যামো দিতে খরচ হবে ১ লাখ ৭৯ হাজার টাকা। পুরো চিকিৎসার খরচটি এবারও বেশ ব্যয়বহুল। ডাক্তাররা জানিয়েছেন আগামী ছয় মাসের মধ্যে লীনার চিকিৎসার জন্য প্রয়োজন হবে প্রায় ৩০ লাখ টাকা।

এই ব্যায়ভার তার পরিবার ও বন্ধুদের পক্ষে মেটানো কোনভাবেই সম্ভব নয়। লীনার বন্ধুরা ইতোমধ্যে সংবাদ সম্মেলন করে লীনার অর্থ সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন সমাজের স্বচ্ছল মানুষদের কাছে। লীনার ছোট্র একটি মেয়ে আছে। যে জানে না, তার মায়ের বুকে বাসা বেধেছে ঘাতক ক্যান্সার। মেয়েটিকে বুকে নিয়ে লীনা এখনও রাজ কুমারের গল্প শোনায়।

বাংলাদেশের লাখ লাখ মানুষ সমগ্র পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে। এইসব ছড়িয়ে ছিটিয়ে থাকা মানুষ অল্প অল্প করে যদি সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে লীনা হয়তো তার ছোট্র মেয়ের পাশে আবার ফিরে আসতে পারবে। শত অনিশ্চয়তার মধ্যে শুধু বেঁচে থাকাটাই অনেক আনন্দের। যে মানুষটি একদিন আর্ত মানবতার পাশে দাড়িয়ে গেয়েছে জীবনের গান, আজ তিনিই মানুষের পানে হাত বাড়িয়ে দিয়েছেন। প্রকৃতি হয়তো প্রতিদান দেয়।

আর মানুষ সেই প্রতিদানের নিয়ামক হয়ে আসে। আমাদের সম্মিলিত প্রচেষ্টায় লীনার হাসি থাকুক অটুট। ঘাতক ব্যাধিকে জয় করে লীনা ফিরে আসুক আমাদের মাঝে। লীনাকে সাহায্য পাঠাবার হিসাব নম্বর নাহিদ জাহান হিসাব নং- ১৮-৩১১০৪৪-০১ স্টার্ন্ডাড চাটার্ড ব্যাংক। যোগাযোগ: http://facebook.com/wer4lina রেজা বায়রন: ০০৮৮ ০১৭১২ ১৪২ ৯৯৫ এহতেশাম উদ্দিন: ০০৮৮ ০১৭৩ ৬১০ ৪১৮৪  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.