আমাদের কথা খুঁজে নিন

   

মুচকি হাসে চাঁদ

পুরনো আমিটাই ভাল ছিলাম... চাঁদ উঠেছে ঈদ এসেছে ভাঙল খুশির বাঁধ, ফোকলা দাঁতে হাসছে দাদু মুচকি হাসে চাঁদ। লুকিয়ে রাখা যত্ত পোশাক খুলব আজি ভাঁজ, চোখ ধাঁধিয়ে দেব সবার হরেক রকম সাঁজ। মা’য়ের চিবুক ঘামের ফোটা মুখে মধুর হাসি, ব্যাস্ত বাবা এঘর ওঘর খুশি রাশি রাশি। ভাইয়া’র সাদা পাঞ্জাবিটা আপু’র পায়ের মল, পাড়ার যত খোকা খুকি প্রজাপতির দল। কেউ টোকা দেয় গালে আবার নাকের ডগায় চাপ, সেলামিটা দিলেই তবে করব তাদের মাফ।

ঠিক করেছি ঈদের পরে দেব পুতুল বিয়ে, পকেট খালি থাকলে বল সাঁজাবো কি দিয়ে? বাবা’র পাশে ঈদের মাঠে শুনব আলোর বাণী, দু’হাত তুলে চাইবো ক্ষমা সব মানুষের গ্লানি। নামাজ শেষে কাঁধ মিলিয়ে করবো কোলাকুলি, হিংসা যত আছে সবি মুছবো খোলাখুলি। ধনী গরীব নাই ভেদাভেদ সবার বাড়ি যাবো, পেট ফুলিয়ে নাদুস নুদুস ফিরনি সেমাই খাবো। এমনি করেই সারাবছর বন্ধু স্বজন হবো, সুখের দিনেও সঙ্গি মোরা দুঃখের দিনেও রবো। ------------------------------- আলোমনি, আয়নামনি, সারাহমনি, সোহামনি, স্বচ্ছ, সাকিব, সামিন, রুরু, -----, কিনাদি’র পিচ্চিপাচ্চা সকল, সুরঞ্জনা আপু’র রাজকন্যা রাজপুত্র’সহ ব্লগে সরাসরি না থেকেও যারা বিরাজ করে আমাদের প্রতিদিনের ভাল লাগায়, এমন সব ছোট্ট সুন্দর পবিত্র মানুষগুলোর জন্য অনেক অনেক আদর এবং স্নেহ।

একদিন তোমাদের আলোতেই দূর হবে আমাদের বুনে চলা আঁধার। আমাদের নির্বুদ্ধিতাকে ক্ষমা করতে পারবে কিনা জানি না। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.