আমাদের কথা খুঁজে নিন

   

এমইউ আহমেদের স্বাভাবিক মৃত্যু হয়েছে ময়নাতদন্ত রিপোর্ট

শাহজাহান আকন্দ শুভ ও দুলাল হোসেন মৃধা: নির্যাতন বা আঘাতজনিত কারণে সুপ্রিমকোর্টের আইনজীবী এমইউ আহমেদের মৃত্যু হয়নি। তার মৃত্যু হয়েছে স্বাভাবিকভাবেই। তার লাশের ময়নাতদন্ত সম্পন্নকারী মেডিক্যাল বোর্ডের রিপোর্টে একথা উল্লেখ করা হয়েছে। রিপোর্টের একাংশে বলা হয়েছে নো ইন্টারনাল ইনজুরি ফাউন্ড ইন দ্যা বডি। শনিবার ঢাকা মেডিক্যাল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. জুবাইদুর রহমানের নেতৃত্বাধীন ৪ সদস্যের মেডিক্যাল বোর্ড ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে এমইউ আহমেদের ময়নাতদন্ত সম্পন্ন করেন।

Click This Link মেডিক্যাল বোর্ডের একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে গতকাল জানান, এমইউ আহমেদের ময়নাতদন্তকালে মৃতদেহে আঘাতের কোনও চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে তার মৃত্যু স্বাভাবিকভাবেই (প্রাকৃতিক) হয়েছে বলে প্রতীয়মান। হার্ট, ফুসফুস ও কিডনিজনিত সমস্যার কারণেই এ মৃত্যু ঘটেছে। তারপরও মৃত্যুর নির্দিষ্ট কারণ নিশ্চিত হতে ভিসেরা রিপোর্টের জন্য কিডনি, ফুসফুস ও হার্ট মহাখালী রাসায়নিক পরীক্ষাগারে পাঠানো হয়েছে। ওই চিকিৎসক আরও বলেন, শনিবার তার ময়নাতদন্ত শেষে প্রাথমিক রিপোর্ট শেরেবাংলা থানা পুলিশের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

কয়েকদিন পর ভিসেরা রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর নির্দিষ্ট কারণ উল্লেখ করে চূড়ান্ত ময়নাতদন্ত রিপোর্ট দেওয়া হবে। এদিকে শুক্রবার রাতে এমইউ আহমেদের স্ত্রী সেলিনা আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে রমনা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেন। গতকাল রমনা থানার ওসি রফিকুল ইসলাম জানান, অভিযোগটি গ্রহণ করে তদন্ত করে দেখা হচ্ছে। গতকাল পর্যন্ত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়নি বলে তিনি জানান। পুলিশ সূত্র জানায়, ময়নাতদন্ত রিপোর্টের ওপর ওই অভিযোগের ভবিষ্যৎ নির্ভর করছে।

ময়নাতদন্তে মৃত্যুর কারণ আঘাতজনিত উল্লেখ করা হলেই অভিযোগটি অবশ্যই মামলা হিসেবে রেকর্ড করতে হবে পুলিশকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।