আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামীলীগ ভার্সেস বিএনপি

আমি পূর্ণয় আওয়ামীলীগঃ ইলিয়াস আলী গুম হল , ছাত্রদলের নেতা গুম হল বিএনপিঃ বোমা হামলায় সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া এবং হাজার মানুষ মরল আওয়ামীলীগঃ পদ্মা সেতু থেকে চুরি করল হাজার কোটি টাকা বিএনপিঃ বিদ্যুত খাত থেকে চুরি করল হাজার কোটি টাকা আওয়ামীলীগঃ নিষ্পাপ লিমন কে ফাসালো আইন দিয়ে বিএনপিঃ নিষ্পাপ পার্থকে ফাসিয়েছিল আইন দিয়ে আওয়ামীলীগঃ শেয়ার বাজার দিয়ে পাচার করেছে হাজার কোটি টাকা বিএনপিঃ তারেক জিয়া পাচার করল হাজার কোটি টাকা আওয়ামীলীগঃ দায়িত্ত জ্ঞান হীন মন্তব্য করল ম.খা আলমগীর, সাহারা খাতুন, ফারুক খান বিএনপিঃ দায়িত্ত জ্ঞান হীন মন্তব্য করল আলতাফ হোসেন, নৌমন্ত্রী আকবর হোসেন ইত্যাদি আওয়ামীলীগঃ নানা দুর্ঘটনা পীড়িত মানুষকে দিল আশার বাণী বিএনপিঃ লঞ্চ দুর্ঘটনায় স্বজন হারানো দের দিল একটি করে ছাগল আওয়ামীলীগঃ নষ্ট করলে গার্মেন্টস সেক্টর বিএনপিঃ ধ্বংস করেছে পাট শিল্প আওয়ামীলীগঃ ব্যাংকে ব্যাংকে করলে টাকা দুর্নিতি বিএনপিঃ মনে পড়ে বনের রাজার কথা যার বালিশ, খাটের নিচ থেকেই বের হয়েছিল দুর্নিতির টাকা আওয়ামীলীগঃ ছাত্রলীগ কে অনেকেই গালি দেয় এখন, ছাত্র দলকে বলে ভদ্রলোকের দল বিএনপিঃ তারাই ছাত্রদলকে ২০০১-২০০৬ পর্যন্ত গালি দিয়ে ছাত্রলীগকে ভদ্র বলত আওয়ামীলীগঃ পুলিশ মারল হাজার জনতা বিএনপিঃ জেএমবি দিয়ে বোমা হামলায় মারল হাজার জনতা আওয়ামীলীগঃ এখন সরকারের বিরুদ্ধে কথা বলতে আমরা ভয় পাই। বিএনপিঃ তখন দাঁড়িওয়ালা লোক দেখলে বোমার আতঙ্কে ভয় পেতাম। কারা যেন বলে আজকাল মুক্তিযুদ্ধের চেতনা বাচিয়ে রাখতে আওয়ামীলীগের বিকল্প নাই আবার কারা যেন বলে আজকাল মুসলিম হিসেবে বিএনপিকে ভোট দেয়া আমাদের কর্তব্য। টেকনাফ থেকে তেতুলিয়া যত মাটি আছে বাংলার বুকে তোদের জন্য অভিশাপ ঠিক তত টুকুই দিলাম। তোরা শাহবাগ গিয়া মুক্তিযুদ্ধ বাঁচা আর তোরা মতিঝিল গিয়া ধর্ম বাঁচা।

তোরা যতই লাফা। কেউ ধার ধারে না তোদের। ভোটের সময় তো সেই আওয়ামীলীগ বিএনপিই ? সেই এক কয়েনের এপিঠ ওপিঠ। ভালো। খুব ভালো।

তোরা তোদের গোল্ড ফিসের ম্যামোরি নিয়া তাদের পিছে ছুটতে থাক আমি ভোট দিমু না। ব্যালট পেপারের মাঝে সুপার ম্যানের স্টিকার লাগায় দিয়া আসমু। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.