আমাদের কথা খুঁজে নিন

   

নাস্তিকেরা ভয়ংকর কেন?

চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা একজন মানুষ যদি মনে করে কোন খোদা নেই তবে ভাল থাকার, সীমালংঘন না করার যুক্তিকতা কোথায়। আমি তাই মনে করি। আমি সবসময়ই theory of evolution বিশ্বাস করে এসেছি, পাকচক্রে আমাদের জন্ম এবং মারা গেলে আর কিছুই অবশিষ্ট থাকবে না। [An interview with Stone Phillips, Dateline NBC, Nov. 29, 1994]. উপরের কথাগুলো জেফ্রি ডাহ্‌মার জেফ্রি ডাহ্‌মার (জন্ম মে ২১, ১৯৬০ -মৃত্যু নভেম্বর ২৮,১৯৯৪) একজন মার্কিন মানুষখেকো খুনি। ১৯৭৮ সাল হতে ১৯৯১ সালের মধ্যে তিনি ১৭জন পুরুষ ও বালককে হত্যা করেছেন বলে ধারণা করা হয়ে থাকে। সে ছিল সমকামী, রেপিষ্ট। প্রিজন সেলে যখন তাকে প্রশ্ন করা হল কেন তুমি এইধরনের ভয়ংকর কাজ করেছ? তার উত্তর ছিল, আমি যখন জানলাম কোন খোদা নেই, পাকচক্রে আমাদের জন্ম এবং মারা গেলে আর কিছুই অবশিষ্ট থাকবে না, তখন কোন কিছুই আমাকে থামাতে পারেনি। http://en.wikipedia.org/wiki/Jeffrey_Dahmer ভিডি লিংক http://www.youtube.com/watch?v=qlZv7V-Gixg

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.