আমাদের কথা খুঁজে নিন

   

'সরকার হটিয়ে আহম্মেদ হত্যার প্রতিশোধ'

গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী সরকারকে হটিয়ে অ্যাডভোকেট মমতাজ উদ্দিন (এমইউ) আহম্মেদ 'হত্যার' প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। শনিবার দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই ঘোষণা দেন। পুলিশি নির্যাতনে অ্যাডভোকেট এম ইউ আহম্মেদের মৃত্যু হয়েছে- এমন অভিযোগে এই কর্মসূচি পালন করে বিএনপি। সমাবেশের পরপরই কালো পতাকা ও ব্যাজ পড়ে নেতা-কর্মীরা শোক মিছিলে অংশ নেন। পরে দলীয় কার্যালয়ের সামনে এম ইউ আহম্মেদের দ্বিতীয় জানাজা হয়।

সমাবেশে মির্জা ফখরুল বলেন, "পুলিশি নির্যাতনে এম ইউ আহম্মেদকে হত্যা করা হয়েছে। এর প্রতিশোধ নিতে হবে। ফ্যাসিস্ট ও জালেম সরকারের পতন ঘটিয়েই তার হত্যার প্রতিশোধ নেওয়া হবে। " আদালতে হট্টগোলের মামলায় গত ১১ অগাস্ট সেগুন বাগিচার বাসা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তারের পরপরই অসুস্থ হয়ে পড়েন এম ইউ আহম্মেদ। জামিন পাওয়ার পর তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

শুক্রবার সেখানেই তার মৃত্যু ঘটে। তার স্ত্রী এবং বিএনপিপন্থী আইনজীবীদের অভিযোগ, পুলিশ হেফাজতে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণেই আহম্মেদের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলে আসছে, গ্রেপ্তারের পরপরই এই আইনজীবীর হার্ট অ্যাটক হয়েছিল। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজে ময়না তদন্তের পর হাইকোর্ট প্রাঙ্গণ ও পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দুই দফা জানাজার পর স্বজনরা এই আইনজীবীর মরদেহ নিয়ে বগুড়ার শেরপুরের উদ্দেশে রওনা হন। এম ইউ আহম্মেদের ভাগ্নে আব্দুর রাজ্জাক জানিয়েছেন, শেরপুরে গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.