আমাদের কথা খুঁজে নিন

   

ভবঘুরে আজন্ম ভবঘুরে

আগুনের কথা বন্ধুকে বলি,দুহাতে আগুন তাড়,কারবালা হয়ে খসে পড়া ফুল রক্তের চেয়ে গাঢ় সিড়িঘরে হঠাৎ কাদের যেন ট্রেসপাস দ্রুত সিড়ি ভেঙ্গে উপরে উঠে আসে অনেকগুলো পায়ের শব্দ। আগন্তুকরা প্রবলভাবে দরজায় কড়া নাড়ে দরজার ওপারে ওদের অস্থির দোপেয়ে পায়চারি শোনা যায়। ক্ষণিকের জন্য সতর্ক,সচকিত বেহায়ার দল একে অপরের দিকে চোখে প্রশ্ন নিয়ে তাকায়। দরজার স্লিটের মধ্যে উকি দিয়ে দ্যাখে আগন্তুকরা ভীষণ পরিপাটি,টাইয়ের নট গলা অবধি বাধা তাদের কারো হাতে আপিসের ফাইল,অসংখ্য ডাটা কারো হাতে স্মার্টফোন,ব্ল্যাকবেরি কিংবা নেটবুক তারা ভীষণ ব্যস্ত, রিস্টওয়াচের দিকে বারবার চোখ। আগন্তুকদের ঝাপসা প্রতিচ্ছবি ঘরের ভেতরের মানুষগুলোকে কিছুক্ষণের জন্য বিভ্রান্ত করে অতঃপর হঠাৎ রহস্যময় এক তাচ্ছিল্যের অট্টহাসিতে ফেটে পড়ে তারা। জানালায় চোখ চলে যায় তাদের; জানালায় অদ্ভুত সুন্দর নীলাকাশের আনাগোনা প্রচন্ড ঝড়ের পূর্বাভাস। মানুষগুলো একে একে জানালার শার্সি সরিয়ে পালিয়ে যায় লোভীর মত, অন্যকোন জীবনের নেশায় ভবঘুরে;আজন্ম ভবঘুরে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।