আমাদের কথা খুঁজে নিন

   

ভবঘুরে গুহামানব

আমি এক ভাঙা বাড়ির ভাঙা ঘরের ভাঙা বারান্দা, আমি পথের মাঝে খুঁজে পাওয়া একটাকা আধখানা, আমি বিদ্যাসাগর মাইকেলেরই মস্ত বড় ভুল, আমি কিশোরীর ওই হারিয়ে যাওয়া মুক্তো গাঁথা দুল...

নিজেকে আসলেই গুহামানব মনে হচ্ছে। অনেকদিন হয়ে গেল কম্পিউটার নাই, মাদারবোর্ডের প্রসেসর স্লটের পিন ভেঙ্গে গিয়েছে। নতুন কেনার মত পয়সা কই? প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে গিয়ে বাপের এখন খাওয়ানোর পয়সায়ই টান পড়েছে। কিন্তু আর করবও বা কি? পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইনি। পড়তে তো হবে? ক্যাড এসাইনমেন্ট করলাম সব বন্ধুদের কম্পিউটারে, সি++ কোর্স করার জন্য পুরোপুরি ইউনিভার্সিটির কম্পিউটারের উপর নির্ভর করতে হয়েছিল। ইন্টারনেট-কম্পিউটার ছাড়া মানুষ বাঁচে???

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।