আমাদের কথা খুঁজে নিন

   

ভবঘুরে শিশু

.... যদি হয়, হবে একা একা ...

ভবঘুরে শিশুটিকে দ্যাখো, চোখে মুখে প্রাণে তার সরলমুগ্ধতা --- অবাধ আকাশে এক স্বপ্নের সামিয়ানা স্বরচিত রেখে, ছায়ায় ছায়ায় হেঁটে তীব্র দুপুর,এখন সে রৌদ্রে সটান ; ঝিমোচ্ছে গভীর। ফুলের সুগন্ধী আর সংগুপ্ত কীটের পাখা ভালোবেসে তীক্ষ্ণ কাঁটাকেও প্রিয় লক্ষবস্ত্ত ভেবে নিজেকে নিয়েছে টেনে অসম্ভব নদীর কিনারে আর ভয়ঙ্কর বনকেন্দ্রে সূচিত করেছে কতো বিজনসুন্দর সহজসুন্দর সেই ভবঘুরে শিশু তুচ্ছকেও মহার্ঘে নিষিক্ত করে ছুটে যাচ্ছে ভূপ্রান্তবিস্তারী মাঠে, গমণরেখায় তার বেজে ওঠে অনিঃশেষ বর্ণবিভা,জীবনেরও চেয়ে দীর্ঘ সুর ... বেজে বেজে আমাদের যৌবনের দোতারা বানায় একদিন সুরেলা বিকেল, সন্ধার ঘাটে এসে ভিড়ে গেলে আচানক মনে হয়--- ভালোবাসা ভবঘুরে শিশু মানুষের প্রাণের অতলে তারও জন্ম-মৃত্যু আছে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।