আমাদের কথা খুঁজে নিন

   

তখনই তোমার সময় হল

নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই আমার প্রতিবেশীর বাড়িটা যখন পুড়ছে তখনই তোমার সময় হল আমাকে জড়িয়ে চুমু খাবার - ঠোঁটের পর্দায় অসহ্য লালা যেন নরকের হাড়িতে ফুটানো ঝোল; বিমানেরা উপর থেকে ফেলে যাচ্ছে রাখি রাশি আর্তনাদ আর তখনই তোমার ইচ্ছে হচ্ছে ড্রয়ারের মোমটাকে বের করে ক্যাণ্ডেল নাইট সাজাতে; স্যাক্সোফোনে আমার হাতে হাত রাখতে, মেঘের ছবির ফ্রেম দুজনের মাঝখানে রেখে চোখে চোখ অপলক চেয়ে থাকতে সশব্দে ফেটে পড়ছে গ্রাম নগর - আমি টের পাই কেউ জোর করে শোঁকাচ্ছে আমায় বহুদিনের আকাঙ্খিত গোলাপ আহ! গোলাপ; কি তার দানবীয় সুঘ্রাণ - কেঁপে ওঠল নাক; ডান হাতের তালুতে নাক ঘষছি উল্টো দিক থেকে গুনছি তিন, দুই, এক; আততায়ীর হাতে পিস্তলের ঘোড়া তখন তুমি কাঁটাতারের মত আলিঙ্গনে জাপটে ধরে আছ আমাকে। -- ড্রাফট ১.০

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.