আমাদের কথা খুঁজে নিন

   

বেচারা তসলিমা নাসরিন!

মানুষ আসলে নষ্ট হতে চায় কিন্তু সারা জীবন ভালো থাকার অভিনয় করে বেচারা তসলিমা নাসরিন! কেবল নির্লজ্জ পাপিষ্ঠ বেহায়ার মত নিচু স্তরের রগরগে সাহিত্য লেখলেই চলে না, জ্ঞান-বুদ্ধি থাকাও যে আবশ্যক! এত পন্ডিতপ্রবর মহিলা হয়ে কেমনে জানল না যে নেপাল একটি সার্বভৌম রাষ্ট্র! ফলাফল হিসেবে নেপালিদের তীব্র দুয়োধ্বনির মুখে ওনার আর কাঠমান্ডু ঘুরে আসা হল না। সত্যিই কলিকালে শূকরের রাখাল হবার যোগ্যতা সম্পন্ন লোকেরাই বেশি বিখ্যাত ও আলোচিত হয় একে ঠিক লেখিকা বলতে আমি রাজি নই! কারণ এমনিতেই তার লেখাকে ঠিক সাহিত্যের পর্যায়ে ফেলা যায় না। উপরন্তু মাঝে মাঝে নিজেকে জ্ঞানী বলে জাহির করতে গিয়ে ভুল ইতিহাসের অবতারণা করে। ধর্মীয় আইনকানুনকেও বিকৃত ও ভ্রান্ত ভাবে ব্যাখ্যা দেয়। সর্বোপরি সে যেমন ধারার মহিলা, তেমনটা কোন শিক্ষিত ও রুচিশীল বাঙালি নারী হতে চাইবে কিনা তা সহজেই অনুমেয়। এই মহিলা আমার দেশকে বহু বদনামের ভাগী করেছে। অথচ বাংলাদেশে বসে নোংরা লেখাগুলো না লিখে যদি মধ্যপ্রাচ্যের কোন দেশে বসে 'সাহিত্য' রচনা করত তবে তার আর দেশত্যাগ করতে হতো না, তার আগেই তাকে চরম পরিণতি ভোগ করতে হতো!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।